কিয়ামতের দিন যারা শাফা‘আত করার সুযোগ লাভ করবেন, তারা হলেন :
(১) নবী-রাসূলগণ (২) ফেরেশতাগণ (৩) মুমিনগণ [মুসলিম হা/ ১৮৩; মিশকাত হা/ ৫৫৭৯] (৪) ছিয়াম (৫) কুরআন [বায়হাক্বী, মিশকাত হা/ ১৯৬৩] (৬) শহীদগণ নিজ পরিবারের ৭০ জনের জন্য শাফা‘আত করতে পারবেন।[আবুদাঊদ হা/ ২৫২২]
তবে হাজী এবং আলেমগণ শাফা‘আত করার সুযোগ পাবেন মর্মে বর্ণিত হাদীছগুলি মওযূ / জাল। [সিলাসিলাহ যঈফাহ হা/ ৫০৯১, ১৯৭৮, ২১১১]
(১) নবী-রাসূলগণ (২) ফেরেশতাগণ (৩) মুমিনগণ [মুসলিম হা/ ১৮৩; মিশকাত হা/ ৫৫৭৯] (৪) ছিয়াম (৫) কুরআন [বায়হাক্বী, মিশকাত হা/ ১৯৬৩] (৬) শহীদগণ নিজ পরিবারের ৭০ জনের জন্য শাফা‘আত করতে পারবেন।[আবুদাঊদ হা/ ২৫২২]
তবে হাজী এবং আলেমগণ শাফা‘আত করার সুযোগ পাবেন মর্মে বর্ণিত হাদীছগুলি মওযূ / জাল। [সিলাসিলাহ যঈফাহ হা/ ৫০৯১, ১৯৭৮, ২১১১]