বৃষ্টি দেরিতে হওয়াকে এই গোপন বার্তা দেওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করেছে যে, রাষ্ট্রে পাপাচার ও শরীয়ত বিরোধী কাজ ছড়িয়ে পড়েছে।
এই অভিযোগ সঠিক নয়। কারণ:
১ বৃষ্টি দেরি হওয়ার জন্য সর্বাবস্থায় পাপাচার কারণ হয় না। আর এটি শর্তও নয়।
রাসূল ﷺ ও খুলাফায়ে রাশেদীনের যুগ সম্পর্কে কি বলা যাবে যে, এই সময় পাপাচার বিস্তৃতি লাভ করেছে!? তাদের যুগে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়েছে, এমনকি দুর্ভিক্ষ প্রায় দেখা দিয়েছে। তাদের ক্ষেত্রেও কি একই ধরনের কথা বলা যাবে?
২ এটা পাপাচারের কারণেই হচ্ছে, এইভাবে দৃঢ়তার সাথে বলাটা গায়েবের বিষয়ে হস্তক্ষেপ করার নামান্তর।
৩ রাসূল ﷺ ও খুলাফায়ে রাশেদীন খরা দেখা দিলে ইস্তিস্কা ও ইস্তিগফার করতে এগিয়ে আসতেন। মানুষ পাপাচারে লিপ্ত আছে কিনা, ইত্যাদি চিন্তা করতেন না।
মুসলিম ব্যক্তির উচিত, বাতিলের প্রতি আহ্বানকারী ও তাদের প্রচ্ছন্ন পদ্ধতিগুলোর বিষয়ে অত্যন্ত সচেতনতা ও বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া, যেগুলোর মাধ্যমে তারা মুসলিম শাসক এবং মুসলিম সমাজকে সমালোচনা করে।
পাশাপাশি সে তাওবা, ইস্তিগফার এবং আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে বেশি আগ্রহী হবে।
আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা ও কৌশল নেই।
এই অভিযোগ সঠিক নয়। কারণ:
১ বৃষ্টি দেরি হওয়ার জন্য সর্বাবস্থায় পাপাচার কারণ হয় না। আর এটি শর্তও নয়।
রাসূল ﷺ ও খুলাফায়ে রাশেদীনের যুগ সম্পর্কে কি বলা যাবে যে, এই সময় পাপাচার বিস্তৃতি লাভ করেছে!? তাদের যুগে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়েছে, এমনকি দুর্ভিক্ষ প্রায় দেখা দিয়েছে। তাদের ক্ষেত্রেও কি একই ধরনের কথা বলা যাবে?
২ এটা পাপাচারের কারণেই হচ্ছে, এইভাবে দৃঢ়তার সাথে বলাটা গায়েবের বিষয়ে হস্তক্ষেপ করার নামান্তর।
৩ রাসূল ﷺ ও খুলাফায়ে রাশেদীন খরা দেখা দিলে ইস্তিস্কা ও ইস্তিগফার করতে এগিয়ে আসতেন। মানুষ পাপাচারে লিপ্ত আছে কিনা, ইত্যাদি চিন্তা করতেন না।
মুসলিম ব্যক্তির উচিত, বাতিলের প্রতি আহ্বানকারী ও তাদের প্রচ্ছন্ন পদ্ধতিগুলোর বিষয়ে অত্যন্ত সচেতনতা ও বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া, যেগুলোর মাধ্যমে তারা মুসলিম শাসক এবং মুসলিম সমাজকে সমালোচনা করে।
পাশাপাশি সে তাওবা, ইস্তিগফার এবং আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে বেশি আগ্রহী হবে।
আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা ও কৌশল নেই।
- শায়খ মুহাম্মাদ বিন উমার বাযমূল হাফিযাহুল্লাহ।