কালো রং দ্বারা সাদা চুল রঙিন করার হুকুম কী?

Joined
Jan 12, 2023
Threads
864
Comments
1,113
Solutions
20
Reactions
13,043
কালো রং দ্বারা সাদা চুল রঙিন করা হারাম। কেননা রাসূল (ﷺ) এরূপ করা থেকে নিষেধ করেছেন। তিনি বলেন, 'তোমরা সাদা চুলকে কোনো রং দিয়ে পরিবর্তন করে দাও; তবে কালো রং বর্জন করবে'। এছাড়া যে ব্যক্তি কালো রং দ্বারা তার সাদা চুল রঙিন করে তার ব্যাপারে কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। যে কারণে এটি কাবীরা গুনাহের অন্তর্ভুক্ত। সুতরাং প্রত্যেক নর-নারীর এটিকে পরিহার করা উচিত।

কেননা এর মাধ্যমে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো হয়। মহান আল্লাহ এ সাদা চুলকে সাধারণত বার্ধক্যের চিহ্ন হিসেবে প্রদান করেছেন। অতএব, কালো রং দ্বারা এটিকে পরিবর্তন করলে মহান আল্লাহ তাঁর সৃষ্টির ক্ষেত্রে যে হিকমাহ অবলম্বন করেছেন, তার পরিপন্থি হবে। তবে লাল, হলুদ বা অন্যান্য রং দ্বারা রঙিন করা উচিত। রাসূল (ﷺ)-এর অনুসরণ এবং তার নিষেধ থেকে বেঁচে থাকার মধ্য দিয়ে অধিকতর কল্যাণ সাধিত হবে।

মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী​

 
Back
Top