কালিমা শাহাদাত পড়ার ফজিলত

Joined
Oct 12, 2024
Threads
46
Comments
76
Reactions
493
"এটা কি খাঁটি ইসলামিক সূত্র অনুসারে সত্য যে ওযু করার পর, কেউ যদি আকাশের দিকে তাকিয়ে কালেমা শাহাদা পাঠ করে, তাহলে তাদের আমলনামায় 4.9 বিলিয়ন নেক আমল লিপিবদ্ধ হয়? যদি এটি সত্য হয় তবে এই দাবির সমর্থনে কোন হাদিস বা প্রমাণ আছে কি?"
 
Solution
ওযূর দু‘আ পড়ার সময় আকাশের দিকে তাকানোর প্রয়োজন নেই। উক্ত মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে তা যঈফ।

عَنْ عُقْبَةَ بْنَ عَامِرٍ يَقُوْلُ قَالَ رَسُوْلُ اللهِ  مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوْءَ ثُمَّ رَفَعَ نَظْرَهُ إِلَى السَّمَاءِ فَقَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ فُتِحَتْ لَهُ ثَمَانِيَةُ أَبْوَابٍ مِنْ الْجَنَّةِ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ.

উক্ববা বিন আমের (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, যে ব্যক্তি ভালভাবে ওযূ করল, অতঃপর আকাশের দিকে চোখ তুলে দু‘আ পড়ল, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। যেকোন দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে।[1]

তাহক্বীক্ব : বর্ণনাটি মুনকার। ‘আকাশের দিকে তাকানো’ অংশটুকু ছহীহ হাদীছের বিরোধী। তাই শায়খ আলবানী (রহঃ) বলেন, ‘এই...
ওযূর দু‘আ পড়ার সময় আকাশের দিকে তাকানোর প্রয়োজন নেই। উক্ত মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে তা যঈফ।

عَنْ عُقْبَةَ بْنَ عَامِرٍ يَقُوْلُ قَالَ رَسُوْلُ اللهِ  مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوْءَ ثُمَّ رَفَعَ نَظْرَهُ إِلَى السَّمَاءِ فَقَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ فُتِحَتْ لَهُ ثَمَانِيَةُ أَبْوَابٍ مِنْ الْجَنَّةِ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ.

উক্ববা বিন আমের (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, যে ব্যক্তি ভালভাবে ওযূ করল, অতঃপর আকাশের দিকে চোখ তুলে দু‘আ পড়ল, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। যেকোন দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে।[1]

তাহক্বীক্ব : বর্ণনাটি মুনকার। ‘আকাশের দিকে তাকানো’ অংশটুকু ছহীহ হাদীছের বিরোধী। তাই শায়খ আলবানী (রহঃ) বলেন, ‘এই অতিরিক্ত অংশটুকু অস্বীকৃত। কারণ ইবনু আম আবী উক্বাইল এককভাবে বর্ণনা করেছে। সে অপরিচিত’।[2]

[1]. আহমাদ হা/১২১; মুন্তাখাব হাদীস, পৃঃ ২৯৩।

[2]. وهذه الزياوة منكرة لأنه تفرد بها ابن عم أبي عقيل هذا وهو مجهول. -আলবানী, ইরওয়াউল গালীল হা/৯৬-এর আলোচনা দ্রঃ, ১/১৩৫ পৃঃ।



প্রশ্ন : অজু করে আকাশে তাকিয়ে কালেমা পড়া কি বিধান?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি অজুর পর কালেমা শাহাদাত পড়ার ব্যাপারে জানতে চেয়েছেন। অজুর পর যেকোনোভাবে কালেমা শাহাদাত পড়লেই হবে। আকাশের দিকে তাকিয়ে পড়তে হবে বলে যে কথাটি প্রচলিত এটি সহীহ নয়। তাই আপনার এটা নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই। আকাশের দিকে তাকিয়ে পড়াটা সুন্নাহ নয়। এখানে সুন্নাহ হলো, কালেমা শাহাদাত পড়া। তাই অন্যকিছু ভাবার আর প্রশ্নই আসে না আপনার।

উত্তর প্রদানে- ড. মুহাম্মাদ সাইফুল্লাহ মাদানী
 
Solution
Back
Top