কবর অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন জায়গা। মুমিন বান্দার আমলে ছালেহের কারণে তার কবরকে আলোকিত করা হয়। আর বান্দার পাপাচারের কারণে কবর থাকে অন্ধকারাচ্ছন্ন। – মুসান্নাফ ইবনে আবী শায়বা, হাদীসটিকে শায়খ আলবানী সহিহ বলেছেন। দ্র: তালীকুত তারগীব: ৩১০৮, ৪/ ১৮৮-১৮৯
হাদীছে এসেছে,
আবু হুরায়রা (রাদিআল্লাহু আনহু) হতে বর্ণিত, জনৈক কালো মহিলা মসজিদে ঝাড়ু দিত কিংবা (রাবীর সন্দেহ) এক যুবক। রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সামনে তাকে না দেখে তার সম্পর্কে জিজ্ঞেস করলেন। ছাহাবীগণ বললেন, সে মৃত্যুবরণ করেছে। তিনি বললেন, তোমরা আমাকে জানাওনি কেন? রাবী বলেন, তারা যেন তার বিষয়টিকে ছোট মনে করেছিলেন। তখন রাসূল বললেন, তার কবরটি আমাকে দেখিয়ে দাও? তারা কবর দেখিয়ে দিলে রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার (কবরের নিকটে) জানাযা ছালাত আদায় করলেন। অতঃপর বললেন, ‘নিশ্চয়ই এই কবরগুলো তার অধিবাসীদের জন্য অন্ধকারাচ্ছন্ন ছিল। আল্লাহ তা'আলা
আমার ছালাতের কারণে কবরবাসীর জন্য কবরকে আলোকিত করবেন। – বুখারী: ৪৫৮ (তাওহীদ), মুসলিম: ৯৫৬
– কবরের আযাব, ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম
কবরের আযাব - PDF
হাদীছে এসেছে,
আবু হুরায়রা (রাদিআল্লাহু আনহু) হতে বর্ণিত, জনৈক কালো মহিলা মসজিদে ঝাড়ু দিত কিংবা (রাবীর সন্দেহ) এক যুবক। রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সামনে তাকে না দেখে তার সম্পর্কে জিজ্ঞেস করলেন। ছাহাবীগণ বললেন, সে মৃত্যুবরণ করেছে। তিনি বললেন, তোমরা আমাকে জানাওনি কেন? রাবী বলেন, তারা যেন তার বিষয়টিকে ছোট মনে করেছিলেন। তখন রাসূল বললেন, তার কবরটি আমাকে দেখিয়ে দাও? তারা কবর দেখিয়ে দিলে রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার (কবরের নিকটে) জানাযা ছালাত আদায় করলেন। অতঃপর বললেন, ‘নিশ্চয়ই এই কবরগুলো তার অধিবাসীদের জন্য অন্ধকারাচ্ছন্ন ছিল। আল্লাহ তা'আলা
আমার ছালাতের কারণে কবরবাসীর জন্য কবরকে আলোকিত করবেন। – বুখারী: ৪৫৮ (তাওহীদ), মুসলিম: ৯৫৬
– কবরের আযাব, ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম
কবরের আযাব - PDF