• আসসালামু আলাইকুম, খুব শীঘ্রই আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন আপনারা প্রবেশ করতে পারবেন না। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

মৃত্যু ও পরবর্তী কবর কারো জন্য আলোকিত; কারো জন্য অন্ধকারাচ্ছন্ন

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
870
Comments
1,022
Reactions
9,744
Credits
4,384
কবর অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন জায়গা। মুমিন বান্দার আমলে ছালেহের কারণে তার কবরকে আলোকিত করা হয়। আর বান্দার পাপাচারের কারণে কবর থাকে অন্ধকারাচ্ছন্ন। – মুসান্নাফ ইবনে আবী শায়বা, হাদীসটিকে শায়খ আলবানী সহিহ বলেছেন। দ্র: তালীকুত তারগীব: ৩১০৮, ৪/ ১৮৮-১৮৯

হাদীছে এসেছে,

আবু হুরায়রা (রাদিআল্লাহু আনহু) হতে বর্ণিত, জনৈক কালো মহিলা মসজিদে ঝাড়ু দিত কিংবা (রাবীর সন্দেহ) এক যুবক। রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সামনে তাকে না দেখে তার সম্পর্কে জিজ্ঞেস করলেন। ছাহাবীগণ বললেন, সে মৃত্যুবরণ করেছে। তিনি বললেন, তোমরা আমাকে জানাওনি কেন? রাবী বলেন, তারা যেন তার বিষয়টিকে ছোট মনে করেছিলেন। তখন রাসূল বললেন, তার কবরটি আমাকে দেখিয়ে দাও? তারা কবর দেখিয়ে দিলে রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার (কবরের নিকটে) জানাযা ছালাত আদায় করলেন। অতঃপর বললেন, ‘নিশ্চয়ই এই কবরগুলো তার অধিবাসীদের জন্য অন্ধকারাচ্ছন্ন ছিল। আল্লাহ তা'আলা
আমার ছালাতের কারণে কবরবাসীর জন্য কবরকে আলোকিত করবেন। – বুখারী: ৪৫৮ (তাওহীদ), মুসলিম: ৯৫৬

– কবরের আযাব, ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম
কবরের আযাব - PDF
 
Top