এরূপ বলা ঠিক নয়; বরং বলতে হবে ‘আল্লাহ আপনাকে ভাল রাখুন’। কারণ মানুষ নিজে নিজে ভাল থাকতে পারে না আল্লাহর রহমত ব্যতীত। তবে কেউ বললে তাতে শিরক বা অনুরূপ গুনাহ হবে না। কেননা এটি সংবাদবাচক বাক্য। এর দ্বারা সাধারণতঃ দো‘আই উদ্দেশ্য থাকে (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ৩/১২৫)। উল্লেখ্য যে, কথা বলার শুরুতে ও শেষে সালাম দেওয়াটাই সুন্নাত (তিরমিযী হা/২৭০৬ প্রভৃতি; মিশকাত হা/৪৬৬০; ছালাতুর রাসূল (ছাঃ) ‘সম্ভাষণ বিষয়ে’ অনুচ্ছেদ)।
আত তাহরীক
আত তাহরীক