এমতাবস্থায় সালাতের ক্ষতি হবে না। তবে দাঁত থেকে পৃথক হয়ে গেলে তা গলাধঃকরণ করা যাবে না (ইবনু উছায়মীন, লিক্বাউল বাবিল মাফতুহ, ১৬তম খণ্ড, পৃ. ২৩১)।
বরং সে ইচ্ছা করলে তা মুখের ভিতর রেখে দিতে পারবে অথবা বের করে ফেলে দিবে কিংবা রুমাল বা টিস্যুতে নিয়ে পকেটে রেখে দেবে।
বরং সে ইচ্ছা করলে তা মুখের ভিতর রেখে দিতে পারবে অথবা বের করে ফেলে দিবে কিংবা রুমাল বা টিস্যুতে নিয়ে পকেটে রেখে দেবে।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: