জবাব : তার দিনের বাকি অংশ সিয়াম অবস্থায় থাকা আবশ্যক নয়। কেননা শরীয়তের দলীলের ভিত্তিতেই সে দিনের বেলা রোযা ভঙ্গ করা হালাল মনে করেছে। আল্লাহ তা'আলা বলেন : ‘তোমাদের কেউ অসুস্থ হলে কিংবা সফরে থাকলে সে অন্য সময় সিয়াম পালন করবে”- (সূরা আল বাক্বারাহ্)। শরীয়ত তাকে অপারগতার কারণেই ঔষধ সেবন করার অনুমতি দিয়েছে। ঔষধ সেবন করে যখন সে রোযা ভঙ্গ করবে তখন তার জন্য এই দিনের পবিত্রতা রক্ষা করার বিধান অবশিষ্ট থাকেনি। তবে রামাযান শেষে উক্ত দিবসের কাযা তাকে আদায় করতেই হবে। দিনের বাকী অংশ রোযা থাকা তার উপর আবশ্যক নয়। -ওয়াল্লা-হু আ’লাম ।
সূত্র: সাপ্তাহিক আরাফাত, বর্ষ: ৬৩, সংখ্যা: ২৯-৩০
সূত্র: সাপ্তাহিক আরাফাত, বর্ষ: ৬৩, সংখ্যা: ২৯-৩০