Guest viewing is limited

সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

সিয়াম ওযরবশতঃ কেউ যদি রোযা ভঙ্গ করে আর দিন অবশিষ্ট থাকতেই ওযর দূর হয়ে যায়, তাহলে সে কি দিনের বাকি অংশ রোযা অবস্থায় কাটাবে?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
849
Comments
998
Reactions
9,467
Credits
4,277
জবাব : তার দিনের বাকি অংশ সিয়াম অবস্থায় থাকা আবশ্যক নয়। কেননা শরীয়তের দলীলের ভিত্তিতেই সে দিনের বেলা রোযা ভঙ্গ করা হালাল মনে করেছে। আল্লাহ তা'আলা বলেন : ‘তোমাদের কেউ অসুস্থ হলে কিংবা সফরে থাকলে সে অন্য সময় সিয়াম পালন করবে”- (সূরা আল বাক্বারাহ্)। শরীয়ত তাকে অপারগতার কারণেই ঔষধ সেবন করার অনুমতি দিয়েছে। ঔষধ সেবন করে যখন সে রোযা ভঙ্গ করবে তখন তার জন্য এই দিনের পবিত্রতা রক্ষা করার বিধান অবশিষ্ট থাকেনি। তবে রামাযান শেষে উক্ত দিবসের কাযা তাকে আদায় করতেই হবে। দিনের বাকী অংশ রোযা থাকা তার উপর আবশ্যক নয়। -ওয়াল্লা-হু আ’লাম ।

সূত্র: সাপ্তাহিক আরাফাত, বর্ষ: ৬৩, সংখ্যা: ২৯-৩০
 
Top