সিয়াম সিয়ামরত অবস্থায় কেউ কবীরা গুনাহে লিপ্ত হয়ে পড়লে তার সিয়াম কি ভঙ্গ হয়ে যাবে?

Joined
Feb 23, 2023
Threads
367
Comments
419
Reactions
2,166
হাদিসে বর্ণিত কারণগুলো ছাড়া অন্য কোন গুনাহে লিপ্ত হ’লে সিয়াম ভঙ্গ হবে না। সিয়ামের ফরযিয়াত আদায় হয়ে যাবে। তবে সিয়ামরত অবস্থায় কেউ কবীরা গুনাহে লিপ্ত হ’লে সে সিয়ামের ছওয়াব পাবে না (ইবনু হাজার, ফাৎহুল বারী ৪/১১৭; ফাতাওয়া লাজনা দায়েমাহ; ফাতাওয়া ইসলামিয়াহ ২/১২০)

রাসূল (ছাঃ) বলেন, অনেক ছায়েম এমন আছে যারা তাদের সিয়াম দ্বারা ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোন ফল লাভ করতে পারে না। এমন অনেক ক্বিয়ামরত (কিয়ামুল লাইল আদায়কারী) ব্যক্তি আছে যাদের রাতের ইবাদত রাত্রিজাগরণ ছাড়া আর কোন ফল আনতে পারে না (ইবনু মাজাহ হা/১৬৯০; ছহীহুত তারগীব হা/১০৮৩)। উল্লেখ্য যে, কেবল নিম্নোক্ত কারণগুলোতে সিয়াম ভঙ্গ হয়- (১) স্ত্রী সহবাস, ২. ইচ্ছাকৃতভাবে পানাহার করা, ৩. ইচ্ছাকৃত বীর্যপাত ঘটানো, ৪. এমন জিনিস ব্যবহার করা যাতে খাদ্যের চাহিদা পূরণ হয়।

আত তাহরীক
 
Similar threads Most view View more
Back
Top