- Views: 125
- Replies: 2
উমর ইবনুল খাত্তাব (রদিয়াল্লাহু আনহু) খাবারের দোষ ধরতেন না কখনো। তাঁর গোলাম ইয়ারফা অথবা আসলাম (রহিমাহুল্লাহ) বলেন, 'অবশ্যই আমি এমন অবস্থার সৃষ্টি করব যে, দোষ ধরতে বাধ্য হবেন তিনি।' এরপর তিনি দুধ টক বানিয়ে ফেলেন। তারপর তা পেশ করেন উমর (রদিয়াল্লাহু আনহু)-এর নিকট। গোলাম বলেন, 'তিনি আমার থেকে দুধ গ্রহণ করেন এবং ভ্রু কুঞ্চিত করে ফেলেন। তারপর আমাকে উদ্দেশ্য করে বলেন, 'আল্লাহ তাআলার দেওয়া এ রিযক কতই না উত্তম!'
– ইমাম আহমাদ, আয যুহদ
– ইমাম আহমাদ, আয যুহদ