ইবনে আওন (রাহিমাহুল্লাহ) বলেন :
অভাব-অনটন-দুঃখ কিংবা সুখ-আরাম-সচ্ছলতা – আল্লাহর সিদ্ধান্ত যেটাই হোক তাতে সন্তুষ্ট থাকো। তোমার অভিপ্রায়ের চেয়ে কম পেলেও সন্তুষ্ট থাকো । এ কম পাওয়াটা তোমার আখিরাতের জন্য উত্তম। জেনে রেখো, বান্দা ততক্ষণ পর্যন্ত প্রকৃত সন্তুষ্টির স্তরে পৌঁছতে পারবে না, যতক্ষণ না সে অভাবে ও বিপদে তেমনিভাবে আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট হবে, যেমন সে সচ্ছলতা ও সুখের সময় সন্তুষ্ট হয়ে থাকে। তুমি কীভাবে আল্লাহর কাছে নিজের বিষয়ে প্রার্থনা করে থাকো, অতঃপর যখন দেখো আল্লাহর সিদ্ধান্ত তোমার প্রবৃত্তির বিপরীত, তখন তুমি অসন্তুষ্ট হও! এমন হলে তুমি কীভাবে আল্লাহর কাছে নিজের বিষয়ে প্রার্থনা করে থাকো? তুমি যেমন চেয়েছিলে যদি ব্যাপারটি তেমনই ঘটত, তাহলে হয়তো তা তোমার ধ্বংস ত্বরান্বিত করত । যখন তোমার প্রবৃত্তির চাহিদামতো আল্লাহর সিদ্ধান্ত হয়, তখন তুমি সন্তুষ্ট থাকো। এ সন্তুষ্টি গাইব সম্পর্কে তোমার কম জ্ঞানের কারণে এসে থাকে। যদি তুমি এমনই হয়ে থাকো যে, যখন তোমার প্রবৃত্তির মোতাবেক হবে, তখন তুমি সন্তুষ্ট হবে, অন্যথায় তুমি অসন্তুষ্ট থাকবে; তাহলে তুমি নিজের সাথে ইনসাফ করলে না, তুমি নিজের মাঝে প্রকৃত সন্তুষ্টি ধারণ করতে পারলে না।’
– আর-রিজা আনিল্লাহি বি কাজায়িহি : ৬৯
– অন্তরের আমল (২য় খন্ড), শাইখ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, রুহামা পাবলিকেশন