নবী দাউদ (আলাইহিস সালাম) একবার আল্লাহ তাআলাকে বললেন :
‘হে রব, আপনার কৃতজ্ঞতা আদায়ের তাওফিক তো আপনার দেওয়া আরেকটি নিয়ামত। তাহলে কীভাবে আমি আপনার কৃতজ্ঞতা আদায় করব?' আল্লাহ তাআলা বললেন, 'এবারই তুমি আমার শোকর আদায় করতে পারলে, হে দাউদ।'
অর্থাৎ যখন তুমি নিয়ামতদাতা আল্লাহর শোকর আদায়ের অক্ষমতা ও দুর্বলতা স্বীকার করে নিলে, তখনই তুমি মূলত কৃতজ্ঞতা আদায় করতে সমর্থ হলে।
– তাফসিরে ইবনে কাসীর : ২/৭১১
– অন্তরের আমল (২য় খন্ড), শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, রুহামা পাবলিকেশন
‘হে রব, আপনার কৃতজ্ঞতা আদায়ের তাওফিক তো আপনার দেওয়া আরেকটি নিয়ামত। তাহলে কীভাবে আমি আপনার কৃতজ্ঞতা আদায় করব?' আল্লাহ তাআলা বললেন, 'এবারই তুমি আমার শোকর আদায় করতে পারলে, হে দাউদ।'
অর্থাৎ যখন তুমি নিয়ামতদাতা আল্লাহর শোকর আদায়ের অক্ষমতা ও দুর্বলতা স্বীকার করে নিলে, তখনই তুমি মূলত কৃতজ্ঞতা আদায় করতে সমর্থ হলে।
– তাফসিরে ইবনে কাসীর : ২/৭১১
– অন্তরের আমল (২য় খন্ড), শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, রুহামা পাবলিকেশন