‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

গল্প এটা কোন বাদশাহী নয়; প্রকৃত রাজত্ব ইবনুল মুবারাকের

জগদ্বিখ্যাত ফক্বীহ শাইখুল ইসলাম ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক আল-হানাফী আল-সাওরী আল-খোরাসানী (৭২৬-৭৯৭খৃ.) রাহিমাহুল্লাহ'র ইলমের প্রভাব :

খোরাসানের এক আগন্তুক, প্রচুর মানুষ তার পিছনে ভিড় করেছে, কারো কারো পা থেকে জুতা ছিন্ন হয়ে পড়েছে, আকাশে ধূলো-বালি উড়ছে। খলীফা হারূনুর রশীদের স্ত্রী প্রাসাদের উপর থেকে বিষয়টি অবলোকন করছিলেন। জিজ্ঞেস করলেন, “কী হয়েছে?”

লোকেরা বলল, “খোরাসান থেকে একজন আলেম এসেছেন, নাম তাঁর আব্দুল্লাহ ইবনুল মুবারক।”

তখন খলীফার স্ত্রী বলে উঠলেন, “আল্লাহর কসম! হারূনুর রশীদের রাজত্ব, এটা কোন বাদশাহী নয়; প্রকৃত রাজত্ব ইবনুল মুবারাকের। কেননা হারূনুর রশীদের নিকটে সৈন্য সামন্ত আর পুলিশ বাহিনী ছাড়া কোন লোক জড়ো হয় না।”

– ইমাম আশ‘আছ ইবনু শুবাহ আল-মাছীছী রাহিমাহুল্লাহ
[তারিখে বাগদাদ লিল খত্বীব বাগদাদীখ, ন্ড : ১১, পৃষ্ঠা : ৩৮৮]
 
Last edited:

Share this page