• আসসালামু আলাইকুম, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন মেইনটেনেন্স মুডে থাকবে। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

গল্প এটা কোন বাদশাহী নয়; প্রকৃত রাজত্ব ইবনুল মুবারাকের

জগদ্বিখ্যাত ফক্বীহ শাইখুল ইসলাম ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক আল-হানাফী আল-সাওরী আল-খোরাসানী (৭২৬-৭৯৭খৃ.) রাহিমাহুল্লাহ'র ইলমের প্রভাব :

খোরাসানের এক আগন্তুক, প্রচুর মানুষ তার পিছনে ভিড় করেছে, কারো কারো পা থেকে জুতা ছিন্ন হয়ে পড়েছে, আকাশে ধূলো-বালি উড়ছে। খলীফা হারূনুর রশীদের স্ত্রী প্রাসাদের উপর থেকে বিষয়টি অবলোকন করছিলেন। জিজ্ঞেস করলেন, “কী হয়েছে?”

লোকেরা বলল, “খোরাসান থেকে একজন আলেম এসেছেন, নাম তাঁর আব্দুল্লাহ ইবনুল মুবারক।”

তখন খলীফার স্ত্রী বলে উঠলেন, “আল্লাহর কসম! হারূনুর রশীদের রাজত্ব, এটা কোন বাদশাহী নয়; প্রকৃত রাজত্ব ইবনুল মুবারাকের। কেননা হারূনুর রশীদের নিকটে সৈন্য সামন্ত আর পুলিশ বাহিনী ছাড়া কোন লোক জড়ো হয় না।”

– ইমাম আশ‘আছ ইবনু শুবাহ আল-মাছীছী রাহিমাহুল্লাহ
[তারিখে বাগদাদ লিল খত্বীব বাগদাদীখ, ন্ড : ১১, পৃষ্ঠা : ৩৮৮]
 
Last edited:
Top