এক সা খাবার দিলে তা বিক্রি করে দেয়

Y

Yiakub Abul Kalam

Guest

"কিছু মানুষ বলে, আমরা দরিদ্রদের এক সা খাবার দিলে তারা তা বিক্রি করে দেয়, এটা একদম নিজ চোখে দেখা। তারা এর অর্ধেকের চেয়েও কম দামে বা একটু বেশি দামে বিক্রি করে।

আমরা তাদের উত্তরে বলব: আমাদের তো ফকিরের হিসেব দিতে হবে না। আমরা শুধু আদিষ্ট বিষয় পালন করব এবং বলব: শুনলাম ও মানলাম, খাদ্য দেব।

এরপর দরিদ্র ব্যক্তি যা ইচ্ছা তাই করুক, চাইলে খাবে না চাইলে খাবে না, ‌ চাইলে জমা করে রাখবে না চাইলে বিক্রি করে দেবে, চাইলে উপহার দেবে কাউকে আবার চাইলে নিজের পক্ষ থেকে সদকা করবে!

এগুলোর কোনো হিসেবই আমাদের উপর বর্তায় না। আমাদের যেটা দায়িত্ব সেটা হলো: এক সা পরিমাণ খাদ্য বস্তু দেওয়া।"


- ইমাম ইবনে উসায়মীন রহিমাহুমাল্লাহ।​
 
Back
Top