উত্তর : একাকী নির্জন ঘরে থাকার সময়ও বিনা কারণে সতর খুলে রাখা ঠিক নয় (মুসলিম হা/৩৪১; মিশকাত হা/৩১২২)।
তবে স্বামী-স্ত্রী পরস্পরের সামনে সতর উন্মুক্ত রাখতে পারে (মুমিনূন ২৩/৫-৬; বুখারী হা/২৯৯-৩০০)।
বাহয বিন হাকীম তাঁর দাদার সূত্রে বর্ণনা করেন, একদা তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমাদের (গোপনাঙ্গ) কি গোপন করব, আর কি বর্জন করব? তিনি বললেন, তুমি তোমার স্ত্রী ও ক্রীতদাসী ব্যতীত অন্যের নিকটে লজ্জাস্থানের হেফাযত কর। সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! লোকেরা এক জায়গায় থাকলে? তিনি বললেন, যথাসাধ্য চেষ্টা করবে, কেউ যেন তা দেখতে না পায়। সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! কেউ যদি নির্জনে থাকে? তিনি বললেন, মানুষ অপেক্ষা আল্লাহ লজ্জা করার বেশী হকদার (আবুদাউদ হা/৪০১৭; সহীহুল জামে‘ হা/২০৩)।
তবে স্বামী-স্ত্রী পরস্পরের সামনে সতর উন্মুক্ত রাখতে পারে (মুমিনূন ২৩/৫-৬; বুখারী হা/২৯৯-৩০০)।
বাহয বিন হাকীম তাঁর দাদার সূত্রে বর্ণনা করেন, একদা তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমাদের (গোপনাঙ্গ) কি গোপন করব, আর কি বর্জন করব? তিনি বললেন, তুমি তোমার স্ত্রী ও ক্রীতদাসী ব্যতীত অন্যের নিকটে লজ্জাস্থানের হেফাযত কর। সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! লোকেরা এক জায়গায় থাকলে? তিনি বললেন, যথাসাধ্য চেষ্টা করবে, কেউ যেন তা দেখতে না পায়। সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! কেউ যদি নির্জনে থাকে? তিনি বললেন, মানুষ অপেক্ষা আল্লাহ লজ্জা করার বেশী হকদার (আবুদাউদ হা/৪০১৭; সহীহুল জামে‘ হা/২০৩)।
সূত্র: আত-তাহরীক।
Last edited: