Knowledge Sharer
ilm Seeker
Q&A Master
Salafi User
- Joined
- Jul 24, 2023
- Threads
- 520
- Comments
- 533
- Reactions
- 5,580
- Thread Author
- #1
সামনে ফাঁকা থাকলে কাতারের পিছনে একাকী দাঁড়ানো যাবে না। কেননা একাকী সালাত আদায়ের কারণে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তিকে পুনরায় সালাত আদায় করতে বলেন।
ওয়াবিছা ইবনু মা‘বাদ (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন,
‘একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তিকে কাতারের পিছনে একাকী সালাত আদায় করতে দেখলেন। তিনি তাকে সালাত পুনরায় আদায় করার নির্দেশ দিলেন’ (মুসনাদে আহমাদ, হা/১৮০৩৪; তিরমিযী, হা/২৩১; আবু দাঊদ, হা/৬৮২, সনদ সহীহ)।
তবে সামনের কাতারে জায়গা না থাকলে বাধ্যগত অবস্থায় পিছনে একাকী দাঁড়ানো জায়েয (বিস্তারিত আলোচনা দ্র : ইরওয়াউল গালীল, হা/৫৪১)।
উল্লেখ্য, সামনের কাতার থেকে একজনকে পিছনে টেনে নিয়ে কাতার করার হাদীসটি যঈফ (বায়হাক্বী, সুনানুল কুবরা, হা/৪৯৯২; ইরওয়াউল গালীল, হা/৫৪১-এর আলোচনা দ্র:)।
ওয়াবিছা ইবনু মা‘বাদ (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন,
رَأَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يُصَلِّي خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَأَمَرَهُ أَنْ يُّعِيْدَ الصَّلَاةَ
‘একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তিকে কাতারের পিছনে একাকী সালাত আদায় করতে দেখলেন। তিনি তাকে সালাত পুনরায় আদায় করার নির্দেশ দিলেন’ (মুসনাদে আহমাদ, হা/১৮০৩৪; তিরমিযী, হা/২৩১; আবু দাঊদ, হা/৬৮২, সনদ সহীহ)।
তবে সামনের কাতারে জায়গা না থাকলে বাধ্যগত অবস্থায় পিছনে একাকী দাঁড়ানো জায়েয (বিস্তারিত আলোচনা দ্র : ইরওয়াউল গালীল, হা/৫৪১)।
উল্লেখ্য, সামনের কাতার থেকে একজনকে পিছনে টেনে নিয়ে কাতার করার হাদীসটি যঈফ (বায়হাক্বী, সুনানুল কুবরা, হা/৪৯৯২; ইরওয়াউল গালীল, হা/৫৪১-এর আলোচনা দ্র:)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: