‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

প্রশ্নোত্তর ঋতুমতী মহিলাগণ কিভাবে লাইলাতুল কদরে ইবাদত করবে?

shipa

Inquisitive

Q&A Master
Salafi User
Threads
347
Comments
400
Reactions
1,815
Credits
2,167
মহিলাদের মাসিক ঋতুস্রাব কদর রাত পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। তাই ঋতুবতি মহিলাগণ এ রাতে নামায, কুরআন তিলাওয়াত ও কাবা শরিফের তওয়াফ ছাড়া অন্যান্য সকল প্রকার ইবাদত করতে পারে। যেমন: বেশি বেশি দরুদ পাঠ করা, তাসবীহ, জিকর-আজকার, যেমন, “লা ইলাহা ইল্লাল্লাহ”, “আল্ হামদু ল্লিল্লাহ” “সুবহানাল্লাহ”, “আল্লাহু আকবার” “আস্তাগফিরুল্লাহ”, “লা-হাওলা ওয়ালা কুউআতা ইল্লা বিল্লা-হ”।
দুআ-মুনাজাত, বিশেষ করে “আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল্ আফওয়া ফা’ফু আন্নী” দুআটি বেশি বেশি পাঠ করবে।

হাদিসে আছে, মা আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করেন যদি আমি লাইলাতুল কদর লাভ করি, তাহলে কী দুআ করবো?
তিনি বলেন, বলবে:
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
ّআল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল্ আফওয়া ফা’ফু আন্নী”।
“হে আল্লাহ! তুমি ক্ষমাশীল। ক্ষমা পছন্দ কর, তাই আমাকে ক্ষমা কর।” [আহমদ,৬/১৮২]

অনুরূপভাবে তারা কুরআন তিলাওয়াত শ্রবণ, কুরআনের তাফসির পাঠ (আয়াতগুলোর আরবি বাদ দিয়ে), হাদিস পাঠ, ইসলামি বই-পুস্তক পাঠ দান-সদকা ইত্যাদি ইবাদতগুলো করার চেষ্টা করবে।
আল্লাহ তাওফিক দান করুন।

উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
 

Share this page