- Joined
- Jan 3, 2023
- Threads
- 774
- Comments
- 924
- Reactions
- 8,170
- Thread Author
- #1
খাদীজা (রাদিআল্লাহু আনহা) -এর মৃত্যুর পর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নবুওয়াতের দশম বর্ষ শাওয়াল মাসে সাওদাহ (রাদিআল্লাহু আনহা) -এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। — আর রাহিকুল মাখতুম
সাওদাহ (রাদিআল্লাহু আনহা) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর সাথে বিবাহের পূর্বে তাঁর চাচাত ভাই সাকরান বিন 'আমরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। স্বামী সাকরান মৃত্যুর কারণে তিনি বিধবা ছিলেন।
সাওদাহ (রাদিআল্লাহু আনহা) তাঁর ভাগের রাত্রি আয়েশা (রাদিআল্লাহু আনহা) -কে দান করেছিলেন, যখন রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁকে ছেড়ে দেয়ার ইচ্ছা করেছেন। তখন তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -কে বলেছিলেন,
‘আমাকে রেখে দিন, আমার ভাগের রাত্রি আমি আয়েশাকে দান করলাম। যাতে আমি জান্নাতে আপনার স্ত্রীদের অন্তর্ভুক্ত হই।’ — বুখারী, মুসলিম
তিনি ৪৫ হিজরীতে মদীনায় মৃত্যুবরণ করেন।
— সংক্ষিপ্ত মুহাম্মাদ (সা:) এর জীবনচরিত, আছ ছিরাত প্রকাশনী
সাওদাহ (রাদিআল্লাহু আনহা) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর সাথে বিবাহের পূর্বে তাঁর চাচাত ভাই সাকরান বিন 'আমরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। স্বামী সাকরান মৃত্যুর কারণে তিনি বিধবা ছিলেন।
সাওদাহ (রাদিআল্লাহু আনহা) তাঁর ভাগের রাত্রি আয়েশা (রাদিআল্লাহু আনহা) -কে দান করেছিলেন, যখন রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁকে ছেড়ে দেয়ার ইচ্ছা করেছেন। তখন তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -কে বলেছিলেন,
‘আমাকে রেখে দিন, আমার ভাগের রাত্রি আমি আয়েশাকে দান করলাম। যাতে আমি জান্নাতে আপনার স্ত্রীদের অন্তর্ভুক্ত হই।’ — বুখারী, মুসলিম
তিনি ৪৫ হিজরীতে মদীনায় মৃত্যুবরণ করেন।
— সংক্ষিপ্ত মুহাম্মাদ (সা:) এর জীবনচরিত, আছ ছিরাত প্রকাশনী