‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

উমর (রাদিআল্লাহু আনহু) কতৃক গভর্নরদের আত্মসমালোচনা করার তাগিদ

জাফর বিন বুরকান (রাহিমাহুল্লাহ) বলেন, উমর বিন খাত্তাব (রাদিআল্লাহু আনহু) তাঁর গভর্নরদের কাছে চিঠি লিখে পাঠান। সে চিঠির শেষে লেখা ছিল :

‘দুঃখ-কষ্টের সময় আসার আগেই সুখ-স্বাচ্ছন্দ্যের সময় আত্মসমালোচনা করুন। কারণ, যে দুঃখের সময় আসার আগেই সুখের সময় নিজের হিসাব করে নেয়, তার প্রত্যাবর্তনস্থল হবে সন্তুষ্টিময় ও অন্যদের ঈর্ষার কারণ। আর যে ব্যক্তি তার জীবন ও কর্মব্যস্ততাকে কুপ্রবৃত্তির আনন্দে নিয়োজিত করে, তার প্রত্যাবর্তনস্থল হবে ক্ষতি ও লজ্জার। তাই যা কিছু আপনাকে উপদেশ দেওয়া হয়েছে, তা স্মরণ রাখুন। যাতে যে সকল বিষয় থেকে বিরত থাকতে হয়, তা থেকে আপনি বিরত থাকতে পারেন।’

– মুহাসাবাতুন নফস : ১৬
– অন্তরের আমল (২য় খন্ড), শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, রুহামা পাবলিকেশন
 

Share this page