বিশেষভাবে ঈদের রাতে ইবাদত করার সহীহ কোন দলীল নেই। বরং প্রত্যেক রাতেই কিয়ামুল লাইল পালন করার বিধান রয়েছে। তবে ঈদের রাতের ফযীলতের ব্যাপারে যে বর্ণনা এসেছে, দুর্বল কিংবা জাল বা বানোয়াট। আবূ উমামা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন, ‘যে ব্যক্তি দুই ঈদের রাতে আল্লাহ্র কাছ থেকে ছাওয়াব পাওয়ার আশায় ক্বিয়াম পালন করবে যেদিন অন্তরগুলো মরে যাবে সেদিন তার অন্তর মরবে না’ (ইবনু মাজাহ, হা/১৭৮২)।
অথচ বর্ণনাটি জাল বা বানোয়াট (যঈফ ইবনু মাজাহ, হা/৩৯৫)।
শায়খুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ঈদের রাতের ইবাদত করা সম্পর্কে যত হাদীস উল্লেখ করা হয় সবগুলো নবী (ﷺ)-এর নামে মিথ্যাচার’ (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১২৫০৪)।
সূত্র: আল-ইখলাছ।