আদব ও শিষ্টাচার প্রশ্ন : ঈদের সালাত শেষে পরস্পরে কোলাকুলি করা যাবে কি?

Joined
Jul 24, 2023
Threads
520
Comments
533
Reactions
5,581
উত্তর : ঈদের সালাত শেষে পরস্পরে কোলাকুলি করার শারঈ কোন ভিত্তি নেই। তবে বাইরে থেকে কেউ আগমন করলে তার সাথে কোলাকুলি করা যাবে।

আনাস (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন,

كَانَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَلَاقُوْا تَصَافَحُوْا وَإِذَا قَدِمُوْا مِنْ سَفَرٍ تَعَانَقُوْا​

‘নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবীগণ পরস্পর সাক্ষাতে মুছাফাহা করতেন আর সফর থেকে আসলে কোলাকুলি করতেন’ (ত্বাবারাণী, আল-মু‘জামুল আওসাত্ব, হা/৯৭; সনদ সহীহ, সিলসিলা সহীহাহ, হা/২৬৪৭)।



সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited:
Back
Top