প্রশ্নোত্তর ইহরাম অবস্থায় নারীরা কিভাবে পর্দা করবে? নারীরা মুখে নিক্বাব পরতে পারবে না- এরকম কোন শর্ত আছে কি?

Joined
Jan 3, 2023
Threads
774
Comments
924
Reactions
8,158
উত্তর : ইহরাম ও ইহরাম ছাড়া নারীদের পর্দার বিধান একই। শুধু ইহরাম অবস্থায় নিকাব ও হাত মোজা পরিধান করা যাবে না। রাসূল (ﷺ) বলেছেন, وَلَا تَنْتَقِبْ الْمَرْأَةُ الْمُحْرِمَةُ وَلَا تَلْبَسْ الْقُفَّازَيْنِ ‘মুহরিম মহিলাগণ মুখে নিক্বাব এবং হাতে হাত মোজা পরবে না’ (ছহীহ বুখারী, হা/১৮৩৮)। উক্ত হাদীছের উদ্দেশ্য এমন নয় যে, মুহরিম মহিলারা তাদের চেহারা ও হাত খুলে রাখবে বরং নিকাব ও হাত মোজা ব্যবহার ছাড়া অন্য কিছু (উড়না বা ঢিলা ঢালা বোরকা) দিয়ে আবৃত করবে। আসমা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, كُنَّا نُغَطِّي وُجُوهَنَا مِنَ الرِّجَالُ فِي الْإِحْرَامِ ‘ইহরাম অবস্থায় আমরা আমাদের মুখমণ্ডল পুরুষদের থেকে ঢেকে রাখতাম’ (ছহীহ ইবনে খুযায়মা, হা/২৬৯০; মুসতাদরাক আলাছ ছহীহাইন, হা/১৬৬৮)। ইবনুল ক্বাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন, মহিলাদের জন্য ইহরাম ও ইহরাম ছাড়া কোন অবস্থাতেই মুখ খোলা রাখা বৈধ নয় (বাদায়েউল ফাওয়াইদ, ৩/৬৬৪ পৃ.)। ইহরাম অবস্থায় পর্দা মুখ স্পর্শ করতে পারবে না উক্ত কথা ভিত্তিহীন।

– মাসিক আল ইখলাছ, নভেম্বর ২০২৩
 
Similar threads Most view View more
Back
Top