ইমাম সুফিয়ান আস সাওরী প্রায়ই এ দুআ করতেন

  • Thread Author
ইমাম সুফিয়ান আস সাওরী (রাহিমাহুল্লাহ) প্রায়ই এ বলে দুআ করতেন-

‘হে আল্লাহ, আপনি মুসলিম উম্মাহর জন্য ন্যায় ও ইনসাফপূর্ণ শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে দেন। যেখানে আপনার প্রিয় বান্দারা সম্মানিত হবে, শত্রুরা হবে লাঞ্ছিত। আর প্রতিটি কাজ সম্পাদিত হবে আপনার আনুগত্য ও সন্তুষ্টির প্রতি লক্ষ রেখে।’

– হিলইয়াতুল আউলিয়া, খন্ড: ৭
 
Back
Top