জীবনী ইমাম শাফেয়ী'র অন্তিম মূহুর্ত

  • Thread Author
মুজানি (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন :

‘ইমাম শাফেয়ী (রাহিমাহুল্লাহ) অসুস্থ হলে আমি তাঁকে দেখতে গেলাম। এটাই ছিল তাঁর অন্তিম মুহূর্ত। সে রোগেই তিনি ইনতেকাল করেছিলেন। আমি তাঁকে জিজ্ঞেস করলাম, “আপনি কেমন আছেন?” তিনি বললেন, “দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। বন্ধু-বান্ধবদের ছেড়ে আখিরাতের দিকে রওয়ানা হচ্ছি। মৃত্যুর পেয়ালা পান করছি। আমি অচিরেই আমার খারাপ আমলগুলো দেখতে পাবো। আমাকে আল্লাহ তাআলার নিকট পেশ করা হবে। আমি জানি না, আমার আত্মা জান্নাতে যাবে? যদি জান্নাতে যায়, তাহলে তাকে অভিনন্দন। নাকি আমার আত্মা জাহান্নামের দিকে যাবে? যদি তা জাহান্নামের দিকে যায়, তাহলে তার জন্য ক্রন্দন করছি।" অতঃপর তিনি কাঁদতে লাগলেন।’

– সিফাতুস সাফওয়াহ : ২/২৫৮; আস সিয়ার : ১০/৭৬
– অন্তিম মূহুর্ত, শাইখ আব্দুল মালিক আল কাসিম, রুহামা পাবলিকেশন
 
Back
Top