সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Golam Rabby

ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) এর ইলম

[ শৈশবে ইমাম বুখারী 'রহিমাহুল্ল'হ-র স্মৃতিশক্তি ও হাদীসের ইল্মে তার পরিপক্কতার প্রমাণ বহন করে এমন একটি চমৎকার ঘটনা ]

'মুহাম্মাদ ইবনে সালাম আল-বায়কান্দি (রহিমাহুল্ল'হ) বলেন, যখনই এই ছেলে (ইমাম বুখারী) আমার নিকট আসে, তখনই আমি দিশেহারা হয়ে যাই। আমার কাছে হাদীস ও অন্যান্য বিষয় উল্টা-পাল্টা হয়ে হয়ে যায়। আর সে বের না হওয়া পর্যন্ত আমি ভয় পেতে থাকি'। [১]

ইবনু হাজার আসক্বালানী (রহিমাহুল্ল'হ) এই মন্তব্যের ব্যাখ্যায় বলেন,

'অর্থাৎ তিনি ইমাম বুখারীর উপস্থিতিতে ভুল করার ভয় পান। [২]

📖 মিন্নাতুল বারী 'শারহুল সহীহিল বুখারী, পৃষ্ঠা: ৩৯
✍️ উস্তায আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক (হাফিয্বাহুল্ল'হু তা'আলা)
(১) সিয়ারু আ'লামিন নুবালা ১২/৪১৭; ত্ববাকাতুশ শাফেঈ ২/২২২
(২) ফাৎহুল বারী ১/৪৮৩
 
Top