ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) এর ইলম

  • Thread Author
[ শৈশবে ইমাম বুখারী 'রহিমাহুল্ল'হ-র স্মৃতিশক্তি ও হাদীসের ইল্মে তার পরিপক্কতার প্রমাণ বহন করে এমন একটি চমৎকার ঘটনা ]

'মুহাম্মাদ ইবনে সালাম আল-বায়কান্দি (রহিমাহুল্ল'হ) বলেন, যখনই এই ছেলে (ইমাম বুখারী) আমার নিকট আসে, তখনই আমি দিশেহারা হয়ে যাই। আমার কাছে হাদীস ও অন্যান্য বিষয় উল্টা-পাল্টা হয়ে হয়ে যায়। আর সে বের না হওয়া পর্যন্ত আমি ভয় পেতে থাকি'। [১]

ইবনু হাজার আসক্বালানী (রহিমাহুল্ল'হ) এই মন্তব্যের ব্যাখ্যায় বলেন,

'অর্থাৎ তিনি ইমাম বুখারীর উপস্থিতিতে ভুল করার ভয় পান। [২]

📖 মিন্নাতুল বারী 'শারহুল সহীহিল বুখারী, পৃষ্ঠা: ৩৯
✍️ উস্তায আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক (হাফিয্বাহুল্ল'হু তা'আলা)
(১) সিয়ারু আ'লামিন নুবালা ১২/৪১৭; ত্ববাকাতুশ শাফেঈ ২/২২২
(২) ফাৎহুল বারী ১/৪৮৩
 
Similar threads Most view View more
Back
Top