একদিন এক পাপাচারী ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারকের সফরসঙ্গী হয়। মুখ বুজে তার সকল অন্যায় কাজ সহ্য করেন তিনি। বিন্দুমাত্র বিরক্ত না হয়ে সুন্দর ও কোমল আচরণ করে যান। সফর শেষে তার থেকে বিদায় নেওয়ার পর তিনি কাঁদতে শুরু করেন। কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “লোকটার জন্য ভীষণ মায়া হচ্ছে। আমরা দু'জন একসাথে সফর করেছি। কিন্তু তাকে সদাচার শেখানোর আগেই আমাদের সফর শেষ হয়ে গেল।”
– ইহইয়াউ উলুমিদ্দিন, খণ্ড : ৩, পৃষ্ঠা: ৫২
– ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারাক: জীবন ও কর্ম, সমকালীন প্রকাশন
– ইহইয়াউ উলুমিদ্দিন, খণ্ড : ৩, পৃষ্ঠা: ৫২
– ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারাক: জীবন ও কর্ম, সমকালীন প্রকাশন