ইমাম আবু হানীফা নিজের নেক আমল বরবাদ করার মতো বোকামি করতে পারেন না

  • Thread Author
ইমাম আবূ হানীফা (রহিমাহুল্লাহ)-র চারিত্রিক পবিত্রতা :

ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক (রহিমাহুল্লাহ) বলেন-

একবার আমি সুফইয়ান ছাওরী (রহিমাহুল্লাহ)-কে বললাম, ‘হে আবূ আব্দুল্লাহ! আবূ হানীফা (রহিমাহুল্লাহ)-কে গীবত করা থেকে কে দূরে সরিয়ে রেখেছে? তার মুখে কখনো তো দুশমনের সমালোচনাও শোনা যায় না’।

তিনি উত্তর দেন, ‘আবূ হানীফা (রহিমাহুল্লাহ) অনেক বিচক্ষণ মানুষ, তিনি নিজের নেক আমলগুলোকে বরবাদ করার মতো বোকামি করতে পারেন না’।

— ইবনু খাল্লিকান, ওয়াফয়াতুল আ‘য়ান, মুহাক্কিক্ব : ইহসান আব্বাস (বৈরূত: দারু ছাদের, ১ম মুদ্রণ, ১৯৯৪খ্রি.), ৫/৪১১
 
Similar threads Most view View more
Back
Top