Student Of Knowledge
Forum Staff
Moderator
Uploader
Exposer
HistoryLover
Salafi User
ইমাম আওযাঈ(মৃত্যুঃ ১৫৭ হি.) রাহিমাহুল্লাহ বলেন,
[ হিলিয়াতুল আউলিয়া লি আবি নু’আইম আল-ছাবহানী (১৪৩/৬ |সনদ সহীহ) ]
اصبر نفسك على السنة، وقف حيث وقف القوم، وقل بما قالوا، وكف عما كفوا عنه، واسلك سبيل سلفك الصالح؛ فانه يسعك ما وسعهم
সালাফে সালেহীনদের আক্বীদাতে নিজেকে শক্ত করে বেঁধে নিন। যেখানে সালাফরা থেমে গেছেন সেখানে আপনিও থেমে যান। সালাফরা যা বলেছেন আপনিও তাই বলুন। সালাফরা যেটা থেকে বিরত থেকেছেন আপনিও তা থেকে বিরত থাকুন এবং তাদের মানহাজ অনুসরণ করুন। আপনার এজন্য সেটিই যথেষ্ট যেটা সালাফদের জন্য যথেষ্ট ছিলো।
[ হিলিয়াতুল আউলিয়া লি আবি নু’আইম আল-ছাবহানী (১৪৩/৬ |সনদ সহীহ) ]
__________________________
বঙ্গানুবাদঃ জয়নাল বিন তোফাজ্জল
সময়কালঃ ৪ঠা শাওয়াল, ১৪৪৪ হিজরী
বঙ্গানুবাদঃ জয়নাল বিন তোফাজ্জল
সময়কালঃ ৪ঠা শাওয়াল, ১৪৪৪ হিজরী