- Joined
- Aug 24, 2025
- Threads
- 8
- Comments
- 14
- Reactions
- 173
- Thread Author
- #1
আসসালামু আলাইকুম,
আমাদের এলাকার স্থানীয় মসজিদের ইমাম সাহেব ফরজ সালাত শেষে সম্মিলিত মোনাজাত করেন। তাছাড়া উনি প্রায়ই ৩/৪ রাকাত ফরজ সালাতের লাস্টের ২ রাকাতে সূরা ফাতিহা ৭/৮ সেকেন্ড এ পড়েন। এটা নিয়া আমি উনাকে প্রশ্ন করেছিলাম যে এত দ্রুত পড়েন কেনো যেহেতু ফরজ সালাত। উনার উত্তর ছিল আল্লাহ্ আর কাছে উনি বুঝবে আর ইমামের পিছনে কিছুই করা লাগবে না জাস্ট ফলো করা। আমি এটায় অংশ নেই না কখনোই। প্রায়ই ফরজ সালাত শেষে সম্মিলিত মোনাজাত এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উছিলায় এটা সেটা চান। এটা কি সঠিক? আমাদের এখানে সালাফী মসজিদ নাই দেখে স্থানীয় জামে মসজিদে জামাত ধরার জন্য সালাত অংশ নেই। আমার প্রশ্ন হলো যদি ইমাম সাহেব বিদআতী আমলে যেমন সম্মিলিত মোনাজাত আর রাসূলের উছিলায় এটা সেটা চেয়ে থাকেন তাহলে তার পিছে সালাত হবে ?
আমাদের এলাকার স্থানীয় মসজিদের ইমাম সাহেব ফরজ সালাত শেষে সম্মিলিত মোনাজাত করেন। তাছাড়া উনি প্রায়ই ৩/৪ রাকাত ফরজ সালাতের লাস্টের ২ রাকাতে সূরা ফাতিহা ৭/৮ সেকেন্ড এ পড়েন। এটা নিয়া আমি উনাকে প্রশ্ন করেছিলাম যে এত দ্রুত পড়েন কেনো যেহেতু ফরজ সালাত। উনার উত্তর ছিল আল্লাহ্ আর কাছে উনি বুঝবে আর ইমামের পিছনে কিছুই করা লাগবে না জাস্ট ফলো করা। আমি এটায় অংশ নেই না কখনোই। প্রায়ই ফরজ সালাত শেষে সম্মিলিত মোনাজাত এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উছিলায় এটা সেটা চান। এটা কি সঠিক? আমাদের এখানে সালাফী মসজিদ নাই দেখে স্থানীয় জামে মসজিদে জামাত ধরার জন্য সালাত অংশ নেই। আমার প্রশ্ন হলো যদি ইমাম সাহেব বিদআতী আমলে যেমন সম্মিলিত মোনাজাত আর রাসূলের উছিলায় এটা সেটা চেয়ে থাকেন তাহলে তার পিছে সালাত হবে ?