অন্যান্য ইতিকাফে যা করা যাবে ও যাবে না

Joined
Jun 12, 2024
Threads
198
Comments
283
Solutions
1
Reactions
2,046
আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, আমি ই’তিকাফরত অবস্থায় কেবলমাত্র প্রাকৃতিক প্রয়োজনে ঘরে যেতাম এবং ঘরে রোগী থাকলে হাঁটতে হাঁটতে তাকে দেখতে যেতাম।
তিনি আরো বলেন, রসূলুল্লাহ (ﷺ) ই’তিকাফকালে প্রাকৃতিক প্রয়োজন ছাড়া ঘরে যেতেন না। - সুনানে ইবনে মাজাহঃ ১৭৭৬, আহমাদ ২৪২১০, ২৪৯৫৬, ইরওয়াহ ৯৭৪, ৯৭৮, তা’লীক ইবনু খুযাইমাহ ২২৩০, সহীহ আবী দাউদ ২১৩১, বুখারিতে মারফু’ভাবে। তাহকীক আলবানীঃ সহীহ। হাদিসের মান: সহিহ হাদিস।

নবী সহধর্মিণী ‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) রমযানের শেষ দশকে ই’তিকাফ করতেন। তাঁর ওফাত পর্যন্ত এই নিয়মই ছিল। এরপর তাঁর সহধর্মিণীগণও (সে দিনগুলোতে) ইতিকাফ করতেন। - সহিহ বুখারীঃ ২০২৬ | হাদিসের মান: সহিহ হাদিস।
 
Similar threads Most view View more
Back
Top