প্রশ্ন ইকামতের সময় ফজরের সুন্নত নামাজ: কুরআন ও হাদীসের আলোকে করণীয় কী?

Joined
Oct 12, 2024
Threads
46
Comments
76
Reactions
493
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

মসজিদে ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নত নামাজ পড়া অবস্থায় যদি মোয়াজ্জেম ইকামত দেয়, তাহলে আমার করণীয় কী হবে? আমি কি সুন্নত নামাজ শেষ করবো, নাকি ফরজ নামাজে শরিক হবো? কুরআন ও হাদীসের আলোকে সঠিক দিকনির্দেশনা প্রদান করলে কৃতজ্ঞ হবো।

জাজাকুমুল্লাহু খাইরান।
 
Solution

সুন্নাত পড়া অবস্থায় ফজরের জামাআতের ইকামাত দিয়ে দিলে কি করব?​


সুন্নাত ছেড়ে দিয়ে জামাআতে শরীক হয়ে যাবে। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইকামাত হয়ে গেলে ফরজ ছাড়া আর কোন নামায পড়া যাবে না। (মুসলিম) হানাফী ইমাম মুহাম্মাদ (রহ.)-এরও একই অভিমত (মাবসূত)। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,

“যখন জামায়াতের ইকামাত হয়ে যায়, তখন ফরয নামায ব্যতীত আর কোন নামায নেই।” (মুসলিম: ৭১০)

- প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত।

সুন্নাত পড়া অবস্থায় ফজরের জামাআতের ইকামাত দিয়ে দিলে কি করব?​


সুন্নাত ছেড়ে দিয়ে জামাআতে শরীক হয়ে যাবে। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইকামাত হয়ে গেলে ফরজ ছাড়া আর কোন নামায পড়া যাবে না। (মুসলিম) হানাফী ইমাম মুহাম্মাদ (রহ.)-এরও একই অভিমত (মাবসূত)। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,

“যখন জামায়াতের ইকামাত হয়ে যায়, তখন ফরয নামায ব্যতীত আর কোন নামায নেই।” (মুসলিম: ৭১০)

- প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত।
 
Solution

সুন্নাত পড়া অবস্থায় ফজরের জামাআতের ইকামাত দিয়ে দিলে কি করব?​


সুন্নাত ছেড়ে দিয়ে জামাআতে শরীক হয়ে যাবে। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইকামাত হয়ে গেলে ফরজ ছাড়া আর কোন নামায পড়া যাবে না। (মুসলিম) হানাফী ইমাম মুহাম্মাদ (রহ.)-এরও একই অভিমত (মাবসূত)। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,

“যখন জামায়াতের ইকামাত হয়ে যায়, তখন ফরয নামায ব্যতীত আর কোন নামায নেই।” (মুসলিম: ৭১০)

- প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত।
জাযাকাল্লাহু খাইরান
 
@Rejaul
এটা অবশ্যই অনেক আলোচনার বিষয়। কারণ একটা হাদিসকে অনেক আলিমগণ নানাভাবে বুঝে থাকেন। শেইখ সালেহ আল উসাইমিন রাঃ বলেন এখত্রে সঠিক হল ইকামত দেওয়ার সময় প্রথম রাকাতে থাকলে সালাহকে শর্ট করা এবং দ্বিতীয় রাকাতে থাকলে দ্রুত পড়ে শেষ করে জয়েন করা। যে হাদিসটি “যখন জামায়াতের ইকামাত হয়ে যায়, তখন ফরয নামায ব্যতীত আর কোন নামায নেই।” বলা হয়ে থাকে এটার একটা ব্যাখ্যা হল ইকামত অবস্থায় বা ফরজ সালাহ শুরু হবে এমন অবস্থায় সুন্নাহ/নফল সালাত শুরু না করার জন্যে যেটা অনেকেই করে থাকে এবং এটা সঠিক নয়।

তবে অনেক আলিম বলেছেন তাকবিরে উলা যদি মিস হয়ে যায় এরকম সন্দেহ হলে সুন্নাহ সালাত ছেড়ে দিয়ে ফরজ জামাতে শরীক হওয়া।

এছাড়াও জানি রাসুল সাঃ ফজরের সুন্নাহ এত দ্রুত পরতেন যে মা আয়েশা রাঃ চিন্তা করতেন রাসুল সাঃ সুরাহ ফাতিহা পড়েছেন কিনা। তাই সুধুমাত্র আবশ্যক কাজগুলা পালন করেই ফজরের সুন্নাহ দ্রুত করে পড়া যায়। আল্লাহই সর্বজ্ঞানী!
 
Similar threads Most view View more
Back
Top