আল-আরবা‘ঈন” (الأربعين) - রাসূল (সা.) এর চল্লিশ হাদীস ঃ

রাসূল (সা.) এর চল্লিশ হাদীসের বাংলা অর্থ ঃ

(১) কর্মের ফল নির্ভর করে নিয়তের উপর।

(২) তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে নিজের জন্য যা চায়, ভাইয়ের জন্যও তা চায়।

(৩) ধর্ম হলো কল্যাণকামিতা (নসিহত)।

(৪) পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক।

(৫) যে দয়া করে না, তাকে দয়া করা হয় না।

(৬) প্রকৃত মুসলমান সে, যার জিহ্বা ও হাতের অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।

(৭) লজ্জাশীলতা ঈমানের অংশ।

(৮) জান্নাত মায়েদের পদতলে।

(৯) সৎ ব্যবসায়ী নবীদের, সত্যবাদীদের ও শহীদদের সঙ্গে থাকবে।

(১০) মানুষ যার ভালোবাসে, কিয়ামতে তার সঙ্গেই থাকবে।

(১১) দুনিয়া মুমিনের জন্য কারাগার, আর কাফেরের জন্য জান্নাত।

(১২) যে ভালো দৃষ্টান্ত স্থাপন করে, তার জন্য সওয়াব চলতে থাকে।

(১৩) সৃষ্টিকুল আল্লাহর পরিবারস্বরূপ।

(১৪) বুদ্ধিমান সে, যে নিজেকে হিসাব নেয় ও মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে।

(১৫) প্রকৃত হিজরতকারী সে, যে আল্লাহ নিষিদ্ধ কাজ ত্যাগ করে।

(১৬) তুমি যেখানে থাকো, আল্লাহকে ভয় করো।

(১৭) ক্ষতি করা ও প্রতিশোধমূলক ক্ষতি করা উভয়ই নিষিদ্ধ।

(১৮) যে চুপ থাকে, সে মুক্তি পায়।

(১৯) আল্লাহর উপর ভরসা করো।

(২০) মুমিন মুমিনের আয়না।

(২১) একজন মুমিন অন্য মুমিনের জন্য ইটের দেয়ালের মতো — একে অন্যকে শক্ত করে রাখে।

(২২) দোয়া হলো ইবাদতের মর্ম।

(২৩) পরিশ্রমী মানুষ আল্লাহর প্রিয়।

(২৪) মানুষের মধ্যে শ্রেষ্ঠ সে, যে মানুষের উপকারে আসে।

(২৫) যে মানুষকে ধন্যবাদ দেয় না, সে আল্লাহকেও কৃতজ্ঞতা প্রকাশ করে না।

(২৬) মৃত ব্যক্তির জন্য পরিবারের অতিরিক্ত কান্নাকাটি করা তার জন্য কষ্টের কারণ হয়।

(২৭) আল্লাহ ভালোবাসেন, যখন তোমরা কোনো কাজ কর, তা সুন্দরভাবে করো।

(২৮) উপহার দেওয়া পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করে।

(২৯) সত্য কথা মানুষকে নেক কাজের দিকে পরিচালিত করে।

(৩০) মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়।

(৩১) নামাজ হলো দ্বীনের স্তম্ভ।

(৩২) কুরআন তোমার পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেবে।

(৩৩) হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট।

(৩৪) অপ্রয়োজনীয় বিষয়ে নীরব থাকা উত্তম চরিত্রের লক্ষণ।

(৩৫) যার অন্তরে সামান্য অহংকারও থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।

(৩৬) আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং অন্তরের দিকে তাকান।

(৩৭) প্রকৃত মুজাহিদ সে, যে নিজের নফসের সঙ্গে সংগ্রাম করে।

(৩৮) ক্ষমা প্রার্থনা মুমিনের ওষুধ।

(৩৯) ঈমানের সত্তরাধিক শাখা আছে।

(৪০) যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে, তারা হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে থাকবে।
 
Back
Top