‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

আল্লাহ মুত্তাকিদের আমল কবুল করে থাকেন

প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন উমর (রাদিআল্লাহু আনহু) এর নিকটে এক ভিক্ষুক এল। তিনি তাঁর পুত্রকে একটি দিনার দেওয়ার নির্দেশ দিলেন। পুত্র তাই দিলেন। যখন ভিক্ষুক চলে গেল, পুত্র আকিল বলল, “বাবা, আশা করি, আপনার পক্ষ থেকে আল্লাহ তা কবুল করেছেন।” ইবনে উমর রা. বললেন, “যদি আমি জানতে পেতাম, আল্লাহ তাআলা আমার একটি সিজদা কবুল করেছেন অথবা আমার একটি দিরহাম সদকা কবুল করেছেন, তবে আমি স্পষ্ট বলছি— আমার নিকট মৃত্যু ব্যতীত অন্য কিছু অধিক পছন্দনীয় নয়। তুমি কী জানো, আল্লাহ কাদের থেকে আমল কবুল করেন? আল্লাহ মুত্তাকিদের আমল কবুল করে থাকেন।”

– তারিখু দিমাশক : ৩১/১৪৬
– অন্তরের আমল (১ম খন্ড), শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, রুহামা পাবলিকেশন
 

Share this page