- Joined
- Jan 13, 2023
- Threads
- 93
- Comments
- 109
- Reactions
- 1,288
- Thread Author
- #1
ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ বলেনঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যে বিষয়টি নিয়ে এসেছিলেন সেই একই বিষয়ে আহ্বানকারী প্রত্যেকেই তার অনুসারী। নিঃসন্দেহে সে শয়তানের অনুসারীদের কাছ থেকে তার পরিস্থিতি এবং তাদের পরিস্থিতির সাপেক্ষে কিছু ক্ষতি পাবে। এমতাবস্থায় উচিত আল্লাহর সাহায্য চাওয়া।
আস-সাওয়াইক আল-মুরসালাহ | ৪/১৩৯৩
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যে বিষয়টি নিয়ে এসেছিলেন সেই একই বিষয়ে আহ্বানকারী প্রত্যেকেই তার অনুসারী। নিঃসন্দেহে সে শয়তানের অনুসারীদের কাছ থেকে তার পরিস্থিতি এবং তাদের পরিস্থিতির সাপেক্ষে কিছু ক্ষতি পাবে। এমতাবস্থায় উচিত আল্লাহর সাহায্য চাওয়া।
আস-সাওয়াইক আল-মুরসালাহ | ৪/১৩৯৩