‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

জীবনী আল্লাহর রাসুলের একটি কমপ্লিমেন্ট আমীরুল মু'মিনীন আবু বকর আস-সিদ্দিক'কে কাঁদিয়ে দিয়েছিলো




আল্লাহর রাসুলের একটি কমপ্লিমেন্ট আমীরুল মু'মিনীন আবু বকর আস-সিদ্দিক আবদুল্লাহ ইবনে আবি কুহাফাহ রাঃ এর চোখে পানি এনে দিয়েছিলো! কেনোই বা চোখে পানি আসবে না? যখন মানবতার মুক্তির দূত সকল মু'মিনদের হৃদস্পন্দন তাকে বলেছিলোঃ

❝আবূ বকরের ধন-সম্পদ আমার যতটুকু উপকারে এসেছে অন্য কারো ধন-সম্পদ আমার তত উপকারে আসেনি❞

باب فضل ابي بكر الصديق رضي الله عنه
حدثنا ابو بكر بن ابي شيبة، وعلي بن محمد، قالا حدثنا ابو معاوية، حدثنا الاعمش، عن ابي صالح، عن ابي هريرة، قال قال رسول الله ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ ما نفعني مال قط ما نفعني مال ابي بكر ‏"‏ ‏.‏ قال فبكى ابو بكر وقال هل انا ومالي الا لك يا رسول الله
আবূ হুরায়রা(রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ❝আবূ বকরের ধন-সম্পদ আমার যতটুকু উপকারে এসেছে অন্য কারো ধন-সম্পদ আমার তত উপকারে আসেনি।❞
রাবী বলেন, এ কথায় আবূ বকর কেঁদে ফেলেন এবং বলেন, ❝হে আল্লাহ্‌র রাসূল! আমি ও আমার ধন-সম্পদ তো কেবল আপনারই জন্য।❞

━━━━━━━━━━━━━━━━

বর্ননার দলিলঃ
সুনান ইবনে মাজাহঃ ৯৪ [সহিহ]
তাখরীজ কুতুবুত সিত্তাহ: তিরমিযী ৩৬৬১
তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ২৭১৮।

যদিও হাফেয যুবাইর আলী যাঈ উক্ত বর্ণনাকে 'দ্বঈফ' বলেছেন।
[Sunan ibn Majah]
[Sunan Al-Tirmizi - Zubair Alizai]

তিরমিযী'র বর্ণনাটি এরকমঃ

حدثنا علي بن الحسن الكوفي، حدثنا محبوب بن محرز القواريري، عن داود بن يزيد الاودي، عن ابيه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ ما لاحد عندنا يد الا وقد كافيناه ما خلا ابا بكر فان له عندنا يدا يكافيه الله بها يوم القيامة وما نفعني مال احد قط ما نفعني مال ابي بكر ولو كنت متخذا خليلا لاتخذت ابا بكر خليلا الا وان صاحبكم خليل الله ‏"‏ ‏.‏ قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه ‏.‏

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আবূ বকর ছাড়া আর কারো যে কোন ধরনের দয়া আমার উপর ছিল আমি তার প্রতিদান দিয়েছি। আমার উপর তার যে দয়া রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তা’আলা তাকে তার প্রতিদান দিবেন। আর আমাকে কারো সম্পদ এতটা উপকৃত করেনি, যতটা আবু বাকরের সম্পদ আমাকে উপকৃত করেছে। আমি যদি কাউকে অন্তরঙ্গভাবে গ্রহণ করতাম, তাহলে আবূ বকরকেই একনিষ্ঠ বন্ধুরূপে গ্রহণ করতাম। অবগত হও! তোমাদের এই সাথী আল্লাহ তা’আলার অন্তরঙ্গ বন্ধু।

পুরো হাদিসটি 'সহিহ ও দ্বঈফ' মিশ্রিত তবে ❝আবূ বকরের ধন-সম্পদ আমার যতটুকু উপকারে এসেছে অন্য কারো ধন-সম্পদ আমার তত উপকারে আসেনি।❞ এই পর্যন্ত সহীহঃ তাখরাজু মুশকিলাতিল ফাকর (১৩)
আবূ ঈসা বলেন, উপর্যুক্ত সনদে এ হাদীসটি হাসান গারীব।

▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃‎‎▃▃▃▃

জয়নাল বিন তোফাজ্জল
ইসলামিক স্টাডিস (বিভাগ), দনিয়া ইউনিভার্সিটি ঢাকা​
 
Last edited by a moderator:

Share this page