আল্লাহর কসম! তাদের ইলমের উদাহরণ তো হলো ঐ পবিত্র বর্ষণের মতো, যা ভালো কিছু উৎপন্ন করে এবং ক্ষতিকর কিছুকে ভেঙ্গে দেয়

Y

Yiakub Abul Kalam

Guest

"হে সুন্নাহর অনুসারীগণ, তোমরা তো এখন বেশি বেশি আলেমদের মৃত্যু দেখতে পাচ্ছ -আল্লাহ তাদের প্রতি রহম করুন-।
তাদের মৃত্যুতে শিক্ষা রয়েছে।

তোমরা আলেমদের ব্যাপারে সতর্ক হও, তাদের মৃতদের জন্য ক্ষমা প্রার্থনা করতে ভুলো না।
আর জীবিত আলেমদের জন্য দোয়া করো, তাদের থেকে উপকৃত হও, তাদের মজলিসগুলোর দিকে (দ্রুত) ধাবিত হও, তাদের সৎ কর্মগুলো প্রচার করো।

জীবিত ও মৃত আলেমদের ইলমের প্রসার ঘটাও। কারণ আল্লাহর কসম! তাদের ইলমের উদাহরণ তো হলো ঐ পবিত্র বর্ষণের মতো, যা ভালো কিছু উৎপন্ন করে এবং ক্ষতিকর কিছুকে ভেঙ্গে দেয়।"

শায়খ সুলায়মান আর-রুহায়লী হাফিযাহুল্লাহ।
 
This user is banned.
Interaction with this account is disabled until the ban ends.
খুবই সুন্দর
 
This user is banned.
Interaction with this account is disabled until the ban ends.
সুবহানাল্লাহ
 
Back
Top