সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

প্রশ্নোত্তর আল্লাহর ওলি কারা?

Md Atiar Rahaman Halder

Salafi

Salafi User
Threads
62
Comments
84
Reactions
771
Credits
422
আল্লাহ তাআ'লা ওলী হওয়ার গুণাগুণ বর্ণনা করেছেন। তিনি বলেনঃ​
أَلا إِنَّ أَوْلِيَاءَ الله لا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ
“মনে রেখো যে, আল্লাহর ওলীদের না কোন আশঙ্কা আছে, আর না তারা বিষণ্ন হবে। তারা হচ্ছে সেই সব লোক, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে চলে।” (সূরা ইউনুসঃ ৬২-৬৩)

ঈমান এবং তাকওয়া আল্লাহর ওলী হওয়ার প্রধান আলামত । সুতরাং যে মুমিন হবে এবং আল্লাহকে ভয় করে চলবে, সেই আল্লাহর অলী বা বন্ধু।​

ফতোওয়া আরকানুল ইসলাম

মূলঃ শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল-উসাইমীন (রহঃ)

অনুবাদ:-
আবদুল্লাহ্ শাহেদ আল-মাদানী
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, এম,এম, ফার্স্ট ক্লাশ মুহাঃ আবদুল্লাহ আল-কাফী
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়

সম্পাদকমন্ডলী :
আব্দুল্লাহিল হাদী
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, দাঈ জোবায়েল ইসলামিক সেন্টার মুহাঃ জাহিদুল ইসলাম
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, দাঈ জোবায়েল ইসলামিক সেন্টার আব্দুন্ নূর বিন আব্দুল জব্বার
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, দাঈ রাবওয়া ইসলামিক সেন্টার-রিয়াদ মুহাম্মাদ আব্দুর রব আফ্ফান
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, দাঈ পশ্চিমদ্বীরা ইসলামিক সেন্টার-রিয়াদ প্রথম প্রকাশঃ ১৪৩০ হিজরী
দ্বিতীয় প্রকাশ: ১৪৩১ হিজরী
তৃতীয় প্রকাশ: ১৪৩২ হিজরী​
 
COMMENTS ARE BELOW

shahriarsadia

New member

Threads
0
Comments
4
Reactions
1
Credits
2
আল্লাহ তাআ'লা ওলী হওয়ার গুণাগুণ বর্ণনা করেছেন। তিনি বলেনঃ​
أَلا إِنَّ أَوْلِيَاءَ الله لا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ
“মনে রেখো যে, আল্লাহর ওলীদের না কোন আশঙ্কা আছে, আর না তারা বিষণ্ন হবে। তারা হচ্ছে সেই সব লোক, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে চলে।” (সূরা ইউনুসঃ ৬২-৬৩)

ঈমান এবং তাকওয়া আল্লাহর ওলী হওয়ার প্রধান আলামত । সুতরাং যে মুমিন হবে এবং আল্লাহকে ভয় করে চলবে, সেই আল্লাহর অলী বা বন্ধু।​

ফতোওয়া আরকানুল ইসলাম

মূলঃ শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল-উসাইমীন (রহঃ)

অনুবাদ:-
আবদুল্লাহ্ শাহেদ আল-মাদানী
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, এম,এম, ফার্স্ট ক্লাশ মুহাঃ আবদুল্লাহ আল-কাফী
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়

সম্পাদকমন্ডলী :
আব্দুল্লাহিল হাদী
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, দাঈ জোবায়েল ইসলামিক সেন্টার মুহাঃ জাহিদুল ইসলাম
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, দাঈ জোবায়েল ইসলামিক সেন্টার আব্দুন্ নূর বিন আব্দুল জব্বার
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, দাঈ রাবওয়া ইসলামিক সেন্টার-রিয়াদ মুহাম্মাদ আব্দুর রব আফ্ফান
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, দাঈ পশ্চিমদ্বীরা ইসলামিক সেন্টার-রিয়াদ প্রথম প্রকাশঃ ১৪৩০ হিজরী
দ্বিতীয় প্রকাশ: ১৪৩১ হিজরী
তৃতীয় প্রকাশ: ১৪৩২ হিজরী​
মাশাআল্লাহ
 
Top