- Joined
- Feb 27, 2025
- Threads
- 1
- Comments
- 2
- Reactions
- 10
- Thread Author
- #1
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহু।
আমি মাহবুব শিকদার সালাফি। আমি অনার্স ২য় বর্ষের ছাত্র। আমার প্রাতিষ্ঠানিক পড়াশোনা স্কুল ও কলেজ কে ঘিরে। আমি মাদ্রাসার বারান্দায়ও পড়াশোনা করার জন্য কখনো যাইনি। তবে আমি পরিপূর্ণ দ্বীন (বিশ্বাস ও কর্মপদ্ধতি) খুঁজে পেয়েছি সালাফে সলিহীনদের ঘিরে,তাদের শিক্ষা ও কিতাবাদী থেকে। তাই দ্বীনের পরিপূর্ণতার জন্য সালাফি মানহাজ কে বেছে
নিয়েছি,আলহামদুলিল্লাহ। আমি সালাফি মানহাজের অনুসারী আলহামদুলিল্লাহ। সালাফী মানহাজ এর অনুসরণ ব্যতীত হয়তো সঠিক পথের দিশা পেতাম না। আল্লাহ সর্বজ্ঞানী ও সকল খবরাখবার রাখেন। আল্লাহ আমাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নিকট আমার চাওয়া জীবনের শেষ অব্দি যেন সালাফী মানহাজ তাদের সকল ক্ষেত্রে অনুসরণ করে জীবন পরিচালনা করতে পারি, আমিন। সালাফি ফোরাম ওয়েবসাইটের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কাজে শ্রম দেওয়া সকলের প্রতি আমার অন্তর থেকে দোআ ও ভালোবাসা রইল। জাযাকুমুল্লাহু খয়রন। বারাকাল্লাহু ফিকুম।
আমি মাহবুব শিকদার সালাফি। আমি অনার্স ২য় বর্ষের ছাত্র। আমার প্রাতিষ্ঠানিক পড়াশোনা স্কুল ও কলেজ কে ঘিরে। আমি মাদ্রাসার বারান্দায়ও পড়াশোনা করার জন্য কখনো যাইনি। তবে আমি পরিপূর্ণ দ্বীন (বিশ্বাস ও কর্মপদ্ধতি) খুঁজে পেয়েছি সালাফে সলিহীনদের ঘিরে,তাদের শিক্ষা ও কিতাবাদী থেকে। তাই দ্বীনের পরিপূর্ণতার জন্য সালাফি মানহাজ কে বেছে
নিয়েছি,আলহামদুলিল্লাহ। আমি সালাফি মানহাজের অনুসারী আলহামদুলিল্লাহ। সালাফী মানহাজ এর অনুসরণ ব্যতীত হয়তো সঠিক পথের দিশা পেতাম না। আল্লাহ সর্বজ্ঞানী ও সকল খবরাখবার রাখেন। আল্লাহ আমাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নিকট আমার চাওয়া জীবনের শেষ অব্দি যেন সালাফী মানহাজ তাদের সকল ক্ষেত্রে অনুসরণ করে জীবন পরিচালনা করতে পারি, আমিন। সালাফি ফোরাম ওয়েবসাইটের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কাজে শ্রম দেওয়া সকলের প্রতি আমার অন্তর থেকে দোআ ও ভালোবাসা রইল। জাযাকুমুল্লাহু খয়রন। বারাকাল্লাহু ফিকুম।