আমার পরিচয় পর্ব এবং সালাম।

Joined
Nov 5, 2024
Threads
31
Comments
79
Reactions
546
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

নাহমাদুহু ওয়া নাসতাঈনুহু ওয়া নাসগাফিরুহ, ওয়া নাউজুবিল্লাহি মিন শুরুরি আন ফুসিনা। ওয়া মিন সাইয়েয়াতি আ'মালিনা। মাইয়াহ দিহিলিল্লাহু ফালা মুদিল্লালা, ওয়া মাই ইঊদদিলিল ফালা হাদিয়ালাহ। ওয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ। ওয়া আশহাদু আন্না মোহাম্মাদান আ'বদুহু ওয়া রসুলুহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)।

আমি আরমান ভুইয়া। বর্তমানে ভুমি পল্লি আবাসিক এরিয়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এ বসবাসরত। জীবনের মাঝপথে ইসলাম পরিপুর্নভাবে পালন করা না হলেও আল্লাহ অন্তর এবং বিবেক কলুষিত হয় এমন কাজ বা হারাম থেকে সর্বদা দূরে রেখেছেন। সমস্ত প্রশংসা মহান রবের প্রতি যিনি আমাদের জন্যে সত্য দ্বীন ইসলামকে মনোনীত করেছেন এবং সঠিক পথ দেখিয়েছেন যখন আমরা ছিলাম পথভ্রষ্ট। ইসলাম এর বিধি-বিধান যথাসাধ্য পালন করা শুরু থেকে জ্ঞানের প্রতি ঝোঁক আসে, সেই থেকে সালাফি গ্রুপ এর সন্ধান পাওয়া এবং এই ফোরামে জয়েন করা।

আমি আহলে সুন্নাহ ওয়াল জামা'আ এর আকিদা এবং মানহাজ ধারন করি এবং পালন করার চেস্টা করি। আমি অন্য কোন মাজহাব/দলের এর অনুসারীদের প্রতি খারাপ ধারনা পোষণ করি না যদি তা শিরক বা কুফর এর মতন বড় কোনো বিষয় হয় এবং বিদাআত থেকে দূরে থাকার চেষ্টা করি। আমরা যারা সাধারন ব্যাকগ্রাউন্ডের তারা জন্মগতভাবে সম্ভবত হানাফি ফিকহ অনুযায়ি ধর্ম পালন করা শিখে থাকি এছারাও অনেকে ভ্রান্ত দলগুলার প্রভাবে বিদআতি ব্যাপারেও যুক্ত হয়। কিন্তু যখন নিজ ধর্ম এর মৌলিক এবং এর অন্যান্য বিষয় সক্রান্ত জ্ঞান অর্জন হয় তখন মানুষ ভ্রান্ত ধারনা থেকে বেরিয়ে আসে। কারন হক এর বিপরীতে বাতিল কখনও টিকে না।

এজন্য আল্লাহ সুবহানাতা'য়ালা বলেন,

وَقُلۡ جَآءَ الۡحَـقُّ وَزَهَقَ الۡبَاطِلُؕ اِنَّ الۡبَاطِلَ كَانَ زَهُوۡقًا‏ ٨١
And declare, “The truth has come and falsehood has vanished. Indeed, falsehood is bound to vanish.”
বল, ‘সত্য এসে গেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই।’

তাই আমি এখন চেষ্টা করি কুরআন এবং সুন্নাহ, পুর্ববর্তি সালাফগনের এর দলিল দ্বারা প্রমাণিত মাসলা-মাসায়েল গ্রহন করা। কোনো মাজহাব এর অন্ধ অনুকরুন না করা, কেননা আমাদের মাজহাবের ইমামগনেরও তাই মত ছিলো যে কুরআন সুন্নাহ এর দলিল যদি তাদের মতের থেকে জোরালো হয় সেটাই তাদের মত।

পরিশেষে, আল্লাহ আমাদের ভুলভ্রান্তি ক্ষমা করে কুরআন সুন্নাহ এর সঠিক ইলম দান করুন।
আশা রাখি এই ফোরাম থেকে নিজ দ্বীনের সঠিক জ্ঞান অর্জন এবং বিতরণ করার তাওফিক আল্লাহ আমাকে দান করবেন।

আল্লাহুম্মাহ ফাক্কিহনি ফি-দ্দিন। জাজাকুমুল্লাহু খইরান।
 
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ
আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুক ও হিদায়াতের উপর অটল রাখুক।

এই ফোরাম আপনাদেরই তাই ফোরামের উন্নয়ন প্রচার-প্রসার ও দাওয়াতি কাজে আপনাদের সাহায্য একান্ত কাম্য।
আল্লাহ তায়ালা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুক, আমীন।
 
Similar threads Most view View more
Back
Top