Salafi
Salafi User
- Joined
- Nov 27, 2025
- Threads
- 10
- Comments
- 30
- Reactions
- 110
- Thread Author
- #1
আসসালামু আলায়কুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ।
আমার নাম আফরুপা সুলতানা।
আমার ঠিকানাঃ দেশ- ভারত, রাজ্য- পশ্চিমবঙ্গ, জেলা- উত্তর ২৪ পরগণা, গ্রাম - বোকুন্ডা, থানা - শাসন, পোস্ট অফিস - গোলাবাড়ি বাজার।
আমার আকিদা - আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত। মাযহাব - আহলে হাদিস , তবে হানিফা মতবাদও অনেক কিছুতেই ঠিক লাগলে অনুসরণ করি।
(১) ইসলামিক সঠিক জ্ঞান পিপাসু।
(২) সঠিক ভাবে হাদিস আর কোরআনের ব্যাখা, তাৎপর্য, বিভিন্ন সুন্দর সুন্দর ইসলামের ব্যাপার শেখার প্রতি আগ্রহী।
(৩) আল্লাহর পথে কিছু দেওয়ার প্রচেষ্টায় আসা এখানে।
(৪) নিজের ভুলভ্রান্তি গুলোর(ইসলাম বোঝার ক্ষেত্রে) নিরসনের জন্যও এখানে আসা।
(৫) কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামের সঠিক জিনিসগুলো মেনে চলার চেষ্টা করি, ভুল জিনিসগুলোকে বর্জন করার চেষ্টা করি।
(৬) অন্ধভাবে কোনো মাযহাব অনুসরণকারীও নই। মাযহাবের মানুষেরা ভুল কিছু মানলে আমি তা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি।
(৭) ইসলামের যথার্থ প্রচার-প্রসার কামনা করি।
সবশেষে, আল্লাহ আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমীন, ইয়া রব।
আমার নাম আফরুপা সুলতানা।
আমার ঠিকানাঃ দেশ- ভারত, রাজ্য- পশ্চিমবঙ্গ, জেলা- উত্তর ২৪ পরগণা, গ্রাম - বোকুন্ডা, থানা - শাসন, পোস্ট অফিস - গোলাবাড়ি বাজার।
আমার আকিদা - আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত। মাযহাব - আহলে হাদিস , তবে হানিফা মতবাদও অনেক কিছুতেই ঠিক লাগলে অনুসরণ করি।
(১) ইসলামিক সঠিক জ্ঞান পিপাসু।
(২) সঠিক ভাবে হাদিস আর কোরআনের ব্যাখা, তাৎপর্য, বিভিন্ন সুন্দর সুন্দর ইসলামের ব্যাপার শেখার প্রতি আগ্রহী।
(৩) আল্লাহর পথে কিছু দেওয়ার প্রচেষ্টায় আসা এখানে।
(৪) নিজের ভুলভ্রান্তি গুলোর(ইসলাম বোঝার ক্ষেত্রে) নিরসনের জন্যও এখানে আসা।
(৫) কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামের সঠিক জিনিসগুলো মেনে চলার চেষ্টা করি, ভুল জিনিসগুলোকে বর্জন করার চেষ্টা করি।
(৬) অন্ধভাবে কোনো মাযহাব অনুসরণকারীও নই। মাযহাবের মানুষেরা ভুল কিছু মানলে আমি তা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি।
(৭) ইসলামের যথার্থ প্রচার-প্রসার কামনা করি।
সবশেষে, আল্লাহ আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমীন, ইয়া রব।