আলি বিন হুসাইন (রাহিমাহুল্লাহ) হতে বর্ণিত, তিনি বলেন :
“কিয়ামতের দিন এক আহ্বানকারী আহ্বান করবেন, ধৈর্যধারণকারীরা যেন দান্ডায়মান হয়। তখন মানুষের মধ্য থেকে একদল দাঁড়াবে। তাদেরকে বলা হবে, জান্নাতের দিকে চলো। ফেরেশতাগণ তাদের অভ্যর্থনা জানাবেন। তারা তখন বলবে, “আমরা সবরকারী / ধৈর্যধারণকারী।” ফেরেশতাগণ বলবেন, “তোমরা কীসের ওপর ধৈর্যধারণ করেছিলে?” তারা বলবে, “আমরা আল্লাহর আনুগত্য ও ইবাদতের ওপর সবর করেছি। আল্লাহর অবাধ্য হওয়া থেকে দূরে থেকে সবর করেছি।” তখন ফেরেশতাগণ বলবেন, “তোমরা জান্নাতে প্রবেশ করো।আমলকারীদের প্রতিদান কতই না উত্তম!”
– হিলইয়াতুল আউলিয়া : ৩/১৩৯-১৪০
– অন্তরের আমল (২য় খন্ড), শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, রুহামা পাবলিকেশন
বি. দ্র : রুহামা পাবলিকেশন সালাফী প্রকাশনী নয়। সকলকে সাবধানতা অবলম্বনের অনুরোধ করছি। কোনো বিষয়ে সন্দেহ হলে সম্মানিত সালাফী আলেমদের শরণাপন্ন হোন।