ইবরাহীম বিন আদহাম (রাহিমাহুল্লাহ) ছিলেন একজন বিখ্যাত সাধক। তাকে একবার বলা হয়েছিল, আমরা দু'আ করি কিন্তু তা কবুল হয় না কেন?
উত্তরে তিনি বলেছিলেন,তোমাদের দু'আ কবুল না হওয়ার কারণ তোমরা আল্লাহকে চেন,কিন্তু তাঁর আদেশ-নিষেধ মেনে চল না। তোমরা রাসূল (ﷺ)-কে চেন, কিন্তু তাঁর সুন্নাহর অনুসরণ কর না। তোমরা কুরআনকে চেন-জান, কিন্তু তদনুযায়ী আমল কর না। তোমরা আল্লাহর নে‘মত ভোগ কর কিন্তু সেজন্য তাঁর শুকরিয়া আদায় কর না। তোমরা জান্নাত সম্পর্কে জান, কিন্তু তা তালাশ কর না। তোমরা জাহান্নাম সম্পর্কে জান কিন্তু তা থেকে পালাও না। তোমরা শয়তানকে চেন-জান, কিন্তু তার বিরুদ্ধে যুদ্ধ না করে বরং তার সাথে সহমত পোষণ কর। মৃত্যুকে তোমরা জান কিন্তু তার জন্য কোন প্রস্ত্ততি গ্রহণ কর না। তোমরা মৃতজনদের দাফন করে থাক কিন্তু তা থেকে কোন শিক্ষা গ্রহণ কর না। তোমরা নিজেদের দোষ-ত্রুটি ছেড়ে দিয়ে মানুষের দোষ-ত্রুটি ধরায় ব্যস্ত থাক। (এসব কারণে তোমাদের দু'আ কবুল হয় না)।
– তাফসীরে কুরতুবী খন্ড : ২ পৃষ্ঠা : ৩০৩
উত্তরে তিনি বলেছিলেন,তোমাদের দু'আ কবুল না হওয়ার কারণ তোমরা আল্লাহকে চেন,কিন্তু তাঁর আদেশ-নিষেধ মেনে চল না। তোমরা রাসূল (ﷺ)-কে চেন, কিন্তু তাঁর সুন্নাহর অনুসরণ কর না। তোমরা কুরআনকে চেন-জান, কিন্তু তদনুযায়ী আমল কর না। তোমরা আল্লাহর নে‘মত ভোগ কর কিন্তু সেজন্য তাঁর শুকরিয়া আদায় কর না। তোমরা জান্নাত সম্পর্কে জান, কিন্তু তা তালাশ কর না। তোমরা জাহান্নাম সম্পর্কে জান কিন্তু তা থেকে পালাও না। তোমরা শয়তানকে চেন-জান, কিন্তু তার বিরুদ্ধে যুদ্ধ না করে বরং তার সাথে সহমত পোষণ কর। মৃত্যুকে তোমরা জান কিন্তু তার জন্য কোন প্রস্ত্ততি গ্রহণ কর না। তোমরা মৃতজনদের দাফন করে থাক কিন্তু তা থেকে কোন শিক্ষা গ্রহণ কর না। তোমরা নিজেদের দোষ-ত্রুটি ছেড়ে দিয়ে মানুষের দোষ-ত্রুটি ধরায় ব্যস্ত থাক। (এসব কারণে তোমাদের দু'আ কবুল হয় না)।
– তাফসীরে কুরতুবী খন্ড : ২ পৃষ্ঠা : ৩০৩
Last edited: