আব্দুল্লাহ বারী আসিফ

Joined
Feb 4, 2023
Threads
19
Comments
29
Reactions
333
আস্সালামু আলাইকুম ।

নিজের ব্যাপারে আলাদা করে বলার কিছুই পাচ্ছি না । জন্ম হয়েছে পীরতান্ত্রীক পরিবারে । পরিবারের বিভিন্ন মেম্বার বিভিন্ন পীরের মুরিদ ছিলো । কেও কেও এখনো আছে । আমি যখন ২০১৯ সালে ক্লাস 9 এ ভর্তি হই, তখন থেকে দ্বীনকে ভালোমতো জানতে শুরু করি । মহান আল্লাহর রহমতে ছোট থেকেই আমি এসব শিরকি পীর-মুরিদির সাথে জড়িত ছিলাম না । আলহামদুলিল্লাহ । আমি প্রথম দিকে উস্তাদ মতিউর রহমান মাদানির ভিডিওগুলো দেখতাম । এভাবে করেই সময় কেটে যায় ২ বছর । একটা সময় আমি আমাদের ভূলগুলো বুঝতে পারি । পড়ালেখার ভালো হওয়ার প্রচুর বই কিনে পড়তে থাকি এবং অনলাইনে ইসলাম হাউজ ও অন্যান্য ইংলিশ সালাফি ওয়েবসাইট থেকে শিক্ষা অর্জন করতে শুরু করি । এখন পর্যন্ত অনেক কিতাবের দরসে বসেছি । অনলাইনেও অফলাইনেও । এই ছিলো আমার ঘটনা । আর কী বলবো তা বুঝে পাচ্ছি না ।
 
You must log in or register to view this reply.
 
Back
Top