উত্তর: আদম (আ.) এর বয়স ছিল ১০০০ বছর। রাসূলুল্লাহ (স.) বলেন, আদম (আলাইহিস সালাম) এর নিকট মালাকুল মাউত এসে হাজির হলে তিনি তাকে বললেন, আমার ধার্যকৃত বয়স হলো এক হাজার বছর। যথাসময়ের আগেই তুমি এসেছো। মালাকুল মাউত বললেন, হ্যাঁ; তবে আপনি আপনার বয়স হতে ষাট বছর আপনার বংশধর
দাউদ (আলাইহিস সালাম) কে দান করেছিলেন। আদম (আলাইহিস সালাম) তা ভুলে গিয়ে অস্বীকার করে বসলেন (তিরমিযী, হা/৩৩৬৮; মিশকাত হা/৪৬৬২ ‘হাসান হাদীছ)
দাউদ (আলাইহিস সালাম) কে দান করেছিলেন। আদম (আলাইহিস সালাম) তা ভুলে গিয়ে অস্বীকার করে বসলেন (তিরমিযী, হা/৩৩৬৮; মিশকাত হা/৪৬৬২ ‘হাসান হাদীছ)