You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser.
আদব অর্জনে সহায়ক কিছু উপায়
- Joined
- Jul 26, 2024
- Threads
- 23
- Comments
- 24
- Reactions
- 256
- ছোটবেলা থেকেই সন্তানদের আদবের আলোকে গড়ে তোলা।
- কুরআন ও সুন্নাহর আদর্শে নিজের চারিত্রিক বৈশিষ্ট্য শুধরে নেয়া।
- নবী, সাহাবি এবং তাদের পরবর্তী যুগের উলামাদের জীবনী অধ্যয়ন করা এবং তাদের অনুসরণ করা।
- মানুষকে আদবের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেওয়া এবং তাদের এই বিষয়ে স্মরণ করিয়ে দেওয়া।
- আদব মেনে চলার জন্য নিজের নফসের সঙ্গে সংগ্রাম করা।
- আদবের কারণে প্রাপ্ত প্রতিদান সম্পর্কে জ্ঞানার্জন করা এবং বুঝা যে, এটি আল্লাহর নৈকট্য ও জান্নাত লাভের মাধ্যম।
- আল্লাহর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করা এবং বেশি বেশি দোয়া করা।
- আলেম ও নেককার ব্যক্তিদের সঙ্গ গ্রহণ করা, যারা ইসলামের আদব মেনে চলেন।