- Joined
- May 20, 2024
- Threads
- 21
- Comments
- 26
- Reactions
- 253
- Thread Author
- #1
দারসে হাদীস
আত্মীয়-স্বজনদের সাথে সদ্যব্যবহার
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ رِزْقُهُ أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ ".
অনুবাদ: আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে, তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তাঁর মৃত্যুর পরে সুনাম থাকুক, তবে সে যেন আত্মীয়ের সঙ্গে সদাচরণ করে। (সহিহ বুখারী, হাদিস নং ২০৬৭)
ব্যাখ্যা অবিশ্লেষণ: উক্ত আলোচ্য হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে আত্মীয়-স্বজনদের সাথে সর্বদা সদ্য ব্যবহার করা উচিত। আজকের এই সংঘাত সংঘর্ষ আর কোলাহলময় পৃথিবীতে হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা যদি সঠিক আকারে হাদিসটির ওপর আমল করতে পারি তবে ইন-শা-আল্লাহ পৃথিবীতে শান্তি নেমে আসবে এবং পরস্পর বিশেষ করে আত্মীয়-স্বজনদের মাঝে যে ঝগড়া, হিংসা, বিদ্বেষ, ঘৃণা ও শত্রুতা বিদ্যমান সেগুলো নিরসন হবে। আত্মীয় স্বজনদের সাথে সদ্য ব্যবহারের অর্থ হলো তাদের অধিকার সংরক্ষণ করা, তাদেরকে ভালোবাসা, তাদের জন্য কল্যাণ কামনা করা, সমর্থক অনুযায়ী উপহার আদান প্রদান করা, সম্পর্কের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি না করা, সম্পর্ক মজবুত করা, অন্তরে হিংসা-বিদ্বেষ ঘৃণা এবং ঝগড়া ও বিবাদ থেকে দূরে থাকা ইত্যাদি।
হাদিসে উল্লেখিত হয়েছে যে ব্যক্তি আত্মীয়-স্বজনদের সাথে শব্দ ব্যবহার করবে আল্লাহ রাব্বুল আলামীন তাঁর জীবিকা বৃদ্ধি করবে এবং মৃত্যূর পর সুনাম থাকবে। তাই আমাদের মধ্যে যারা চাই যে তাদের রুযীতে বরকত হোক এবং মৃত্যুর পর সুনাম পৃথিবীতে অবশিষ্ট থাকুক, তারা যেন আত্মীয়-স্বজনদের সাথে ভালো আচরণ করে।
সহিহ বুখারীর অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন:
لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে। (সহীহ আল বুখারী হাদিস নম্বর: ৫৯৮৪)।
হাদিস থেকে শিক্ষা: আত্মীয়-স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন না করে সম্পর্ক মজবুত এবং তাদের সাথে ভালো আচরণ করা। সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।
আব্দুর রাকিব নাদভী।
সহ সভাপতি জেলা জমিয়তে আহলে হাদীস, উঃ দিনাজপুর, পশ্চিমবঙ্গ।
আত্মীয়-স্বজনদের সাথে সদ্যব্যবহার
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ رِزْقُهُ أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ ".
অনুবাদ: আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে, তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তাঁর মৃত্যুর পরে সুনাম থাকুক, তবে সে যেন আত্মীয়ের সঙ্গে সদাচরণ করে। (সহিহ বুখারী, হাদিস নং ২০৬৭)
ব্যাখ্যা অবিশ্লেষণ: উক্ত আলোচ্য হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে আত্মীয়-স্বজনদের সাথে সর্বদা সদ্য ব্যবহার করা উচিত। আজকের এই সংঘাত সংঘর্ষ আর কোলাহলময় পৃথিবীতে হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা যদি সঠিক আকারে হাদিসটির ওপর আমল করতে পারি তবে ইন-শা-আল্লাহ পৃথিবীতে শান্তি নেমে আসবে এবং পরস্পর বিশেষ করে আত্মীয়-স্বজনদের মাঝে যে ঝগড়া, হিংসা, বিদ্বেষ, ঘৃণা ও শত্রুতা বিদ্যমান সেগুলো নিরসন হবে। আত্মীয় স্বজনদের সাথে সদ্য ব্যবহারের অর্থ হলো তাদের অধিকার সংরক্ষণ করা, তাদেরকে ভালোবাসা, তাদের জন্য কল্যাণ কামনা করা, সমর্থক অনুযায়ী উপহার আদান প্রদান করা, সম্পর্কের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি না করা, সম্পর্ক মজবুত করা, অন্তরে হিংসা-বিদ্বেষ ঘৃণা এবং ঝগড়া ও বিবাদ থেকে দূরে থাকা ইত্যাদি।
হাদিসে উল্লেখিত হয়েছে যে ব্যক্তি আত্মীয়-স্বজনদের সাথে শব্দ ব্যবহার করবে আল্লাহ রাব্বুল আলামীন তাঁর জীবিকা বৃদ্ধি করবে এবং মৃত্যূর পর সুনাম থাকবে। তাই আমাদের মধ্যে যারা চাই যে তাদের রুযীতে বরকত হোক এবং মৃত্যুর পর সুনাম পৃথিবীতে অবশিষ্ট থাকুক, তারা যেন আত্মীয়-স্বজনদের সাথে ভালো আচরণ করে।
সহিহ বুখারীর অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন:
لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে। (সহীহ আল বুখারী হাদিস নম্বর: ৫৯৮৪)।
হাদিস থেকে শিক্ষা: আত্মীয়-স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন না করে সম্পর্ক মজবুত এবং তাদের সাথে ভালো আচরণ করা। সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।
আব্দুর রাকিব নাদভী।
সহ সভাপতি জেলা জমিয়তে আহলে হাদীস, উঃ দিনাজপুর, পশ্চিমবঙ্গ।