• আসসালামু আলাইকুম, খুব শীঘ্রই আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন আপনারা প্রবেশ করতে পারবেন না। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

সংশয় নিরসন আত্তাহিয়্যাতু মিরাজের রাতে মহান আল্লাহ্ ও রাসূল (স) এর কথোপকথনের মাধ্যমে নাযিল হয়েছিল

Md Atiar Rahaman Halder

Salafi

Salafi User
Threads
62
Comments
84
Reactions
771
Credits
427
জাল হাদীস--: আত্তাহিয়্যাতু মিরাজের রাতে মহান আল্লাহ্ ও রাসূল (স) এর কথোপকথনের মাধ্যমে নাযিল হয়েছিল

প্রচলিত আছে যে, মিরাজে যাওয়ার পর আল্লাহ্ আযযা ওয়া জাল্লা দুনিয়া থেকে কী উপহার এনেছেন? এই বিষয়ে রাসূল (স) কে জিজ্ঞেস করলে উপহার হিসেবে বলেন- 'আত্তাহিয়্যাতু লিল্লা-হি ওয়াস্সালাওয়া-তু ওয়াত্ত্বায়্যিবা-তু'। এর জবাবে আল্লাহ্ আয্যা ওয়া জাল্লা বলেন- 'আস্সালা-মু 'আলাইকা আইয়্যুহান নাবীয়া ওয়া রাহমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহু'। উত্তর শুনে রাসূল ভাবলেন এই সালাম তো শুধু আমাকে দিয়েছেন, আমার উম্মাতকে তো দেননি। তাই তিনি বলে ওঠেন 'আস্সালামু 'আলাইনা ওয়া 'আলা ইবাদিল্লাহিস সালেহীন'। এই কথোপকথন শুনে চারপাশের ফেরেশতারা সশব্দে বলে ওঠেন 'আশহাদু আল্লা ইলা-হা ইল্লাল্লা- হু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান 'আবদুহু ওয়া রাসূলুহু'। এভাবেই আমাদের মাঝে আত্ত্বাহিইয়্যাতু এসেছে।

রাসূল (স) এর মিরাজের এই ঘটনাটি খুবই সুন্দর। এমনকি প্রত্যেকটা অংশ খুবই সুন্দরভাবে মিলানো যা আমাদের শুনতেও অনেক ভালো লাগে । কিন্তু দুঃখের বিষয় যে, এটি মিথ্যা ও বানোয়াট কাহিনী। এটি মুখে মুখে প্রচলিত হয়ে আমাদের সমাজে প্রবেশ করেছে। মুহাদ্দিসীনে কিরামের ঐক্যমত্যের ভিত্তিতে এটি একটি সনদবিহীন জাল হাদীস।''৬৫
৬৫ তাফসীর,কুরতুবী(৬৭১হি.)-৩/৪২।

সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদীস
ড. মোহাম্মদ ইমাম হোসাইন সহকারী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর, বাংলাদেশ​
 
COMMENTS ARE BELOW

ferozkhan

Salafi

Salafi User
Threads
1
Comments
16
Reactions
11
Credits
1,007
বিদাতিদের কাছে মিলে গেলেই দলিল হয়ে যায়, আর জাল হাদিস সেই মিষ্টি লাগে তাদের কাছে। আল্লাহ হেফাজত করুন আমিন।
 
Top