- Views: 15
- Replies: 1
এক কাঠুরের জ্ঞান, এক ফকিহের উপলব্ধি
প্রখ্যাত ফকিহ তাবিয়ি বকর ইবনু আব্দিল্লাহ আল-মুযানি (রহ.) (মৃত্যু: ১০৬ হিজরি) একদিন পথে চলতে গিয়ে দেখলেন—তার সামনে এক কাঠুরে হাঁটতে হাঁটতে বারবার বলছে
“আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।”
তিনি জিজ্ঞেস করলেন,
❝তুমি কি এ ছাড়া আর কিছু জানো না?❞
কাঠুরে বলল—
❝অবশ্যই জানি। আমি একজন কুরআনের হাফিজ। বহু দুআ ও যিকির আমার জানা আছে।
কিন্তু মানুষ সবসময় পাপে নিমজ্জিত থাকে আর নিয়ামতে ডুবে থাকে—
তাই পাপের জন্য আমি ক্ষমা চাই,
আর নিয়ামতের জন্য আমি আল্লাহর প্রশংসা করি।❞
এ কথা শুনে বকর আল-মুযানি (রহ.) বললেন—
❝আজ আবু বকর অজ্ঞ, আর এই কাঠুরেই হলো প্রকৃত জ্ঞানী।❞
[বই: গুনাহ মাফের উপায়, শাহাদাৎ হুসাইন খান ফয়সাল]
প্রখ্যাত ফকিহ তাবিয়ি বকর ইবনু আব্দিল্লাহ আল-মুযানি (রহ.) (মৃত্যু: ১০৬ হিজরি) একদিন পথে চলতে গিয়ে দেখলেন—তার সামনে এক কাঠুরে হাঁটতে হাঁটতে বারবার বলছে
“আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।”
তিনি জিজ্ঞেস করলেন,
❝তুমি কি এ ছাড়া আর কিছু জানো না?❞
কাঠুরে বলল—
❝অবশ্যই জানি। আমি একজন কুরআনের হাফিজ। বহু দুআ ও যিকির আমার জানা আছে।
কিন্তু মানুষ সবসময় পাপে নিমজ্জিত থাকে আর নিয়ামতে ডুবে থাকে—
তাই পাপের জন্য আমি ক্ষমা চাই,
আর নিয়ামতের জন্য আমি আল্লাহর প্রশংসা করি।❞
এ কথা শুনে বকর আল-মুযানি (রহ.) বললেন—
❝আজ আবু বকর অজ্ঞ, আর এই কাঠুরেই হলো প্রকৃত জ্ঞানী।❞
[বই: গুনাহ মাফের উপায়, শাহাদাৎ হুসাইন খান ফয়সাল]