অন্যান্য অসুস্থতা, জানাযা ও কবর সম্পর্কিত হাদীস - পর্ব: ১

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,129
Comments
1,321
Solutions
1
Reactions
12,518
• আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা:)-এর নিকট দিয়ে একটি জানাযা অতিক্রান্ত হলো এবং ছাহাবীগণ তার ব্যাপারে প্রশংসা করলেন। তিনি বললেন, 'ওয়াজিব হয়ে গেল'। অতঃপর আরেকটি জানাযা অতিক্রান্ত হলো, ছাহাবীগণ তার ব্যাপারে মন্দ কথা বর্ণনা করলেন। অতঃপর তিনি বললেন, 'ওয়াজিব হয়ে গেল। নিশ্চয়ই তোমাদের একজন অপরজনের উপরে সাক্ষীস্বরূপ'। (আত-ত্বয়ালিসী, হা/২৩৮৮, আবূ দাউদ, ৩২৩৩)

• আব্দুল্লাহ ইবনু মুগাফফাল (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, একজন ব্যক্তি নবী (সা:) -এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম! আমি আপনাকে ভালোবাসি। তখন রাসূল (সা:) তাকে বললেন, 'যে আমাকে ভালোবাসে, স্রোত তার শেষ প্রান্তে পৌঁছার চেয়েও বেশি দ্রুত বিপদ-আপদ তার নিকটে পৌঁছে'। (ইবনু হিব্বান, হা/৭১)

• ইয়াযীদ ইবনু শাজারা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা:) এক জানাযায় বের হলেন, 'মানুষেরা তার ব্যাপারে উত্তম মন্তব্য করলেন। অতঃপর জিবরীল আসলেন এবং বললেন, নিশ্চয়ই মৃত ব্যক্তিটি তাদের উল্লেখকৃত বর্ণনার মতো নয়, কিন্তু তোমরা হলে জমিনের মধ্যে আল্লাহর সাক্ষী। ফলে আল্লাহ তাকে ক্ষমা করেছেন যে ব্যাপারে তারা জানে না'। (আহকামুল জানায়েখ, পৃ. ৪৬; কানযুল উম্মাল, হা/৪২২৮৩)

• আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা:) বলেছেণ, 'যে-কোনো ব্যক্তির আল্লাহর কাছে একটা স্থান আছে, সে তার আমল দিয়ে সে স্থানে পৌঁছতে পারে না। এমতাবস্থায় আল্লাহ তাকে তার অপছন্দ বিষয় দিয়ে পরীক্ষা করেন, অবশেষে তাকে সেই স্থানে পৌঁছে দেন'। (মুসনাদে আবী ই'য়ালা, ৪/১৪৪৭; ইবনু হিব্বান, হা/৬৯৩)

• আনাস ইবনু মালেক (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা:) বলেন, 'একজন ব্যক্তি (কিয়ামতের দিন) একজন, দু'জন ও তিনজন ব্যক্তির জন্য সুপারিশ করবে'। (ইবনু খুযায়মা, পৃ. ২০৫; বাযযার, ৩৪৭৩)

[সিলসিলা ছহীহা, ৩য় খন্ড (মাকতাবাতুস সালাফ)]
 
Last edited:
Similar threads Most view View more
Back
Top